• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচন বিলম্বে সুসংগঠিত হচ্ছে গণঅভ্যুত্থানবিরোধী শক্তি: ফখরুল

   ১৯ জুলাই ২০২৫, ০৩:৩৯ পি.এম.
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন দেরিতে হওয়ায় গণ-অভ্যুত্থানবিরোধী শক্তি সুসংগঠিত হওয়ার সুযোগ পাচ্ছে। তিনি অভিযোগ করেন, সরকার সময়ক্ষেপণ করে পরিস্থিতিকে জটিল করে তুলছে।

শনিবার (১৯ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘গণ-অভ্যুত্থানের প্রত্যাশা ও দেশের গণতান্ত্রিক উত্তরণের পথ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, –যত দিন যাচ্ছে, ততই পরিস্থিতি জটিল হয়ে উঠছে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা জনগণের অগ্রযাত্রায় বিশ্বাস করে না, তারা আবার সক্রিয় হচ্ছে।–

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, –অযথা বিলম্ব না করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসুন। বিএনপিই সংস্কার করেছে, প্রস্তাব দিয়েছে। এখন দায়িত্ব সরকারের, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের। দ্রুত নির্বাচন দিন, নইলে দেশ আরও পিছিয়ে পড়বে।–

ফখরুল বলেন, –প্রতিবার ছেলেরা প্রাণ দেবে, আন্দোলন হবে, তারপর সুযোগ আসবে— এভাবে আর চলতে দেওয়া যায় না। দেশকে ভালোবাসি বলেই রাজনৈতিক দলগুলো ত্যাগ স্বীকার করে ফ্যাসিবাদমুক্ত করেছে। এখন দরকার একটি গ্রহণযোগ্য রাজনৈতিক বন্দোবস্ত, যাতে সব দল একমত হতে পারে। কেউ যেনো আর ফ্যাসিবাদের কাছে দেশকে ছেড়ে না দেয়।

তিনি আরও বলেন, –বিএনপির ক্ষমতায় যাওয়ার জন্য বিপ্লবের কোনো ইচ্ছা বা সামর্থ্য নেই। আমরা জনগণের সমর্থনে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গঠন করতে চাই। ’৭১ ও স্বাধীনতা আমাদের মূল কথা— সেখানে কোনো ছাড় নেই।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনগণের সরকার প্রতিষ্ঠা হলে শহীদদের স্বপ্নপূরণ হবে: তারেক রহমান
জনগণের সরকার প্রতিষ্ঠা হলে শহীদদের স্বপ্নপূরণ হবে: তারেক রহমান
শিলং থেকে নব্য গডফাদার এসেছে- সালাহউদ্দিনকে ইঙ্গিত নাসিরউদ্দীনের
শিলং থেকে নব্য গডফাদার এসেছে- সালাহউদ্দিনকে ইঙ্গিত নাসিরউদ্দীনের
জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে যাচ্ছেন মির্জা ফখরুল
জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে যাচ্ছেন মির্জা ফখরুল