ইরানে তিন ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর


নিজস্ব প্রতিবেদক
ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান সরকার। শনিবার (১৯ জুলাই) সকালে দেশটির উত্তরাঞ্চলীয় গোরগান শহরের একটি কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে এই দণ্ড কার্যকর করা হয়। খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
স্থানীয় বিচার বিভাগের প্রধান হায়দার আসিয়াবি জানান, অভিযুক্তরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য ছিল। তাদের বিরুদ্ধে তিন নারীকে ধর্ষণের অভিযোগ ছিল। যথাযথ তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার পর আদালত তাদের মৃত্যুদণ্ড দেন এবং শনিবার ভোরে সেটি কার্যকর করা হয়।
তবে দণ্ডপ্রাপ্তদের নাম, বয়স কিংবা ধর্ষণের ঘটনার সময় ও স্থান সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ইরানে ধর্ষণ, হত্যা ও সন্ত্রাসের মতো গুরুতর অপরাধের জন্য শাস্তির সর্বোচ্চ মাত্রা হিসেবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দেশটিতে সাধারণত কারাগারের ভেতর, বিশেষ করে ভোরবেলায় ফাঁসির মাধ্যমে এ দণ্ড কার্যকর করা হয়।
মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, চীনের পর ইরানেই বিশ্বে সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর করা হয়ে থাকে। চলতি জুলাই মাসের শুরুতেও দেশটিতে এক ধর্ষককে জনসমক্ষে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, যা দেশ-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ভিওডি বাংলা/ডিআর
ইউক্রেনে তিনশর বেশি ড্রোন নিক্ষেপ করেছে রাশিয়া
নিজস্ব প্রতিবেদক
ইউক্রেনে আবারও ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে …

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের
আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে, তারা সব জিম্মি …

সিরিয়া ভাগ হতে দেব না: এরদোয়ান
আন্তর্জাতিক ডেস্ক
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান বলেছেন, ইসরায়েল সিরিয়ার …
