• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কক্সবাজারে এনসিপির সভা ভণ্ডুল, বিএনপির বিক্ষোভ

   ১৯ জুলাই ২০২৫, ০৬:১৫ পি.এম.
বিক্ষোভে ভণ্ডুল হয় এনসিপির পথসভা। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের চকরিয়ায় এনসিপির নির্ধারিত পথসভা বিক্ষুব্ধ জনতার আক্রমণে ভন্ডুল হয়ে গেছে। জেলা শহরে আয়োজিত জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে এনসিপি নেতাদের কটূক্তিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই ঘটনার সূত্রপাত হয়। বিক্ষুব্ধ বিএনপি কর্মী ও স্থানীয় জনতা পথসভার গাড়িভিত্তিক অস্থায়ী মঞ্চটি ভেঙে ফেলে।

শনিবার (১৯ জুলাই) বিকেল সোয়া ৪টায় চকরিয়া উপজেলার জনতা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহর কক্সবাজার জেলার সীমান্ত থেকে নিরাপদে পার করিয়ে দেওয়া হয়েছে।

এনসিপি নেতারা এলাকা ছেড়ে গেলেও সূত্রে জানা গেছে, তারা চট্টগ্রামের লোহাগড়া থেকে ঘুরে আবারও চকরিয়ার দিকে আসার পরিকল্পনা করছেন। এদিকে চকরিয়ায় উত্তেজনা বিরাজ করছে, অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে।

এর আগে দুপুরে কক্সবাজার জেলা শহরের একটি জনসভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন –আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের গডফাদার ছিলেন শামীম ওসমান। এখন শুনছি, কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল, জমি দখল, চাঁদাবাজি করছে। আবার সে নাকি সংস্কারও বোঝে না। নাম বললাম না, তবে কক্সবাজারের মানুষ সংস্কারবিরোধীদের রাজপথে ঠেকিয়ে দেবে ইনশাআল্লাহ।

তার এই বক্তব্যে সরাসরি বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে লক্ষ্য করা হয়েছে বলে মনে করছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এরই প্রতিবাদে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। বিষয়টি ঘিরে চকরিয়াসহ পুরো কক্সবাজারে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ীরা বলেন, দুপুর থেকে এনসিপির পক্ষে মঞ্চ তৈরি করে মাইকিং করা হচ্ছিল। হঠাৎ বিকেল পৌনে চারটার দিকে কিছু লোক লাঠিসোঁটা নিয়ে মঞ্চে হামলা করেন। এনসিপির মাইকিং করা লোকজনকে তাড়িয়ে দেন।

এনসিপির নেতা-কর্মীরা বলেন, আজ বিকেল পৌনে চারটার দিকে ছাত্রদল ও বিএনপির নেতা-কর্মীরা চকরিয়া জনতা শপিং সেন্টার চত্বরে বানানো ট্রাক মঞ্চটি ভেঙে ফেলেন। এ সময় সমাবেশের ব্যানার ছিঁড়ে ফেলেন ও ট্রাকের কাচ ভাঙচুর করেন। তাৎক্ষণিক সেনাবাহিনী সমাবেশস্থলে পৌঁছে হামলাকারীদের ধাওয়া দেয়।

এনসিপির চকরিয়া উপজেলা সংগঠক খাইরুল বাশার বলেন, ছাত্রদল ও বিএনপির নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে সমাবেশের মঞ্চ ভাঙচুর করেছেন। ব্যানার ছিঁড়ে ও ট্রাকের কাচ ভাঙচুর করেছেন। পরে বিএনপির নেতা-কর্মীরা সমাবেশস্থল দখল করে নিয়ে স্লোগান দেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘সংঘর্ষ এড়াতে পুলিশ ও সেনাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। মঞ্চ ভাঙচুরের বিষয়টি এখনো আমরা জানি না।’

এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ বলেন, ‘চকরিয়ায় আমাদের সমাবেশ ছিল। কিন্তু বিএনপির নেতা-কর্মীরা মঞ্চ ভাঙচুর করেছেন। এ কারণে সেখানে অনুষ্ঠান হয়নি। আমাদের নেতা-কর্মীরা চকরিয়ায় অবস্থান করেননি। আমরা বর্তমানে (বিকেল ৫টা ৫ মিনিটে) লামা-থানচি সড়কের ফাসিয়াখালী এলাকায় অবস্থান করছি। আমাদের কেন্দ্রীয় নেতা-কর্মীরাও সঙ্গে আছেন। এখানে বিএনপির নেতা-কর্মীদের একটা জটলা রয়েছে। আমরা আতঙ্কিত অবস্থায় আছি।’

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনগণের সরকার প্রতিষ্ঠা হলে শহীদদের স্বপ্নপূরণ হবে: তারেক রহমান
জনগণের সরকার প্রতিষ্ঠা হলে শহীদদের স্বপ্নপূরণ হবে: তারেক রহমান
শিলং থেকে নব্য গডফাদার এসেছে- সালাহউদ্দিনকে ইঙ্গিত নাসিরউদ্দীনের
শিলং থেকে নব্য গডফাদার এসেছে- সালাহউদ্দিনকে ইঙ্গিত নাসিরউদ্দীনের
জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে যাচ্ছেন মির্জা ফখরুল
জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে যাচ্ছেন মির্জা ফখরুল