• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আরেকটা লড়াই হবে ফ্যাসিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে: জামায়াত আমির

   ১৯ জুলাই ২০২৫, ০৬:২১ পি.এম.
জাতীয় সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আগামীর বাংলাদেশে নতুন এক লড়াইয়ের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন –আমি বলতে চাই, আগামীর বাংলাদেশ কেমন হবে? আমি বলব, আরেকটা লড়াই হবে ইনশাআল্লাহ। একটা লড়াই হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর আয়োজিত জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দুর্নীতির মূল উৎপাটনের জন্য যা করা দরকার, আমরা তারুণ্য ও যৌবনের শক্তিকে একত্র করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ বিজয় লাভ করব।
তিনি প্রশ্ন রেখে বলেন, জামায়াতে ইসলামী যে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলবে, তার প্রমাণ কী? সবাইকে নিয়েই তা গড়ে তুলব। আমরা কথা দিচ্ছি, মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে।

মঞ্চে অসুস্থ হয়ে পড়েন আমির

বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চেই পড়ে যান জামায়াত আমির। সঙ্গে সঙ্গে দলের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তিনি বসে বক্তব্য দেওয়া শুরু করেন।

তিনি বলেন, আল্লাহ আমার হায়াত যতক্ষণ রেখেছেন, তার এক মিনিটও বেশি থাকতে পারব না আমি। সুতরাং এটা আপনারা কেউ বিচলিত হবেন না।

ক্ষমতায় গেলে দলের অবস্থান কী হবে, তা ব্যাখ্যা করে জামায়াত আমির বলেন –জামায়াতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছায় দেশের মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে মালিক হবে না, সেবক হবে ইনশাআল্লাহ।

তিনি আরও ঘোষণা দেন –বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবেন, কোনো এমপি বা মন্ত্রী সরকার থেকে কোনো প্লট গ্রহণ করবেন না, ট্যাক্সবিহীন গাড়িতে চড়বেন না, নিজের হাতে টাকা চালাবেন না। নির্ধারিত বরাদ্দ অনুযায়ী কাজ শেষ হলে, ১৮ কোটি মানুষের কাছে হিসাবের প্রতিবেদন তুলে ধরবেন।

ডা. শফিকুর রহমান জোর দিয়ে বলেন –চাঁদা আমরা নেব না, দুর্নীতি আমরা করব না। চাঁদা নিতে দেব না, দুর্নীতি সহ্য করব না।

সোহরাওয়ার্দীর সমাবেশ থেকে তিনি দলীয় শৃঙ্খলা ও নৈতিকতার এই বার্তা দিয়ে সরকারের বিরুদ্ধে ধারাবাহিক লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনগণের সরকার প্রতিষ্ঠা হলে শহীদদের স্বপ্নপূরণ হবে: তারেক রহমান
জনগণের সরকার প্রতিষ্ঠা হলে শহীদদের স্বপ্নপূরণ হবে: তারেক রহমান
শিলং থেকে নব্য গডফাদার এসেছে- সালাহউদ্দিনকে ইঙ্গিত নাসিরউদ্দীনের
শিলং থেকে নব্য গডফাদার এসেছে- সালাহউদ্দিনকে ইঙ্গিত নাসিরউদ্দীনের
জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে যাচ্ছেন মির্জা ফখরুল
জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে যাচ্ছেন মির্জা ফখরুল