• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আবরার ফাহাদের বাবা

আমার ছেলে হত্যার বিচার এখনও পাইনি

   ১৯ জুলাই ২০২৫, ০৬:২২ পি.এম.
আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ। ছবি-সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
জামায়াতে ইসলামীর সমাবেশে অংশ নিয়ে শহীদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ অভিযোগ করে বলেছেন, এখনও আমার ছেলে হত্যার বিচার পাইনি। শনিবার (১৯ জুলাই) বিকাল সাড়ে ৩টায় সমাবেশের মঞ্চে এসব কথা বলেন তিনি। 

বরকত উল্লাহ বলেন, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে আমার ছেলে আবরার ফাহাদকে বুয়েটের শেরেবাংলা হলে রাতভর নির্যাতন করে হত্যা করা হয়। তার একমাত্র অপরাধ ছিল দেশের পক্ষে কথা বলা। ভারতীয় আধিপত্য, আগ্রাসন এবং তৎকালীন সরকারের সঙ্গে ভারতের কিছু অবৈধ চুক্তির বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল।

তিনি বলেন, আবরার লিখেছিল, ‘ভারত গোপন চুক্তিতে ফেনী নদীর পানি নিচ্ছে, আমরা ইলিশ পাচ্ছি না, অথচ আমাদের ইলিশ কম দামে ভারতে পাঠানো হচ্ছে। এ কথা বলার জন্যই তাকে হত্যা করা হয়। আজ ছয় বছর পেরিয়ে গেছে, আমি এখনও ছেলের হত্যার বিচার পাইনি। আমি ন্যায়বিচার চাই।’

আবরারের বাবা বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলে এখনো র‍্যাগিংয়ের ঘটনা ঘটছে। তিনি প্রশ্ন তুলে বলেন, ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার এসেছে, তাহলে কেন এসব বন্ধ হবে না? জুলাই-আগস্টে শহীদদের তালিকা করা হলেও র‍্যাগিংয়ের শিকার হয়ে যারা মারা গেছে, তাদের কোনো রাষ্ট্রীয় তালিকা নেই। তিনি অনুরোধ জানান, এ ধরনের মৃত্যুরও একটি তালিকা তৈরি করা হোক।

তিনি বলেন, আমার ছেলে নিজের দেশকে ভালোবেসেছিল, সেটাই ছিল তার অপরাধ। আমি বারবার বিচার চাইছি, কিন্তু এখনো সেই প্রক্রিয়া অসম্পূর্ণ। তিনি দেশের বিবেকবান মানুষদের কাছে আবরারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে আমরা হতাশ: সালাহউদ্দিন
সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে আমরা হতাশ: সালাহউদ্দিন
‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়ে প্রতারণা করেছেন: ফখরুল
‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়ে প্রতারণা করেছেন: ফখরুল
জুলাই সনদ রাজনৈতিক ফাঁকা বচন নয়: নাসীরুদ্দীন
জুলাই সনদ রাজনৈতিক ফাঁকা বচন নয়: নাসীরুদ্দীন