জামায়াতের সমাবেশে আমন্ত্রণ পায়নি বিএনপি ও এবি পার্টি


নিজস্ব প্রতিবেদক
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জাতীয় সমাবেশে ‘ফ্যাসিবাদবিরোধী’ হিসেবে পরিচিত বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানালেও দীর্ঘদিনের জোটসঙ্গী বিএনপিকে আমন্ত্রণ জানায়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী। আমন্ত্রিত দলগুলোর মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদসহ কয়েকটি অনানুষ্ঠানিক পিআরপন্থী দল। তবে দলত্যাগী সাবেক জামায়াত নেতাদের গঠিত এবি পার্টিকেও আমন্ত্রণ জানায়নি দলটি।
জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, যেসব রাজনৈতিক দল আনুপাতিক প্রতিনিধি নির্বাচন পদ্ধতির (পিআর) পক্ষে অবস্থান নিয়েছে, কেবলমাত্র সেসব দলকেই সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে।
বিএনপিকে আমন্ত্রণ না জানানোর বিষয়ে জামায়াতের আরেক সিনিয়র নেতা বলেন, –এই সমাবেশের মূল বক্তব্যই পিআর পদ্ধতির পক্ষে। অথচ বিএনপি এই ব্যবস্থার ঘোরতর বিরোধী। আমন্ত্রণ জানালে দুপক্ষের জন্যই বিষয়টি বিব্রতকর হতো, তাই বিএনপিকে ডাকা হয়নি।
একাত্তরের ভূমিকার জন্য জামায়াতের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার পক্ষে অবস্থান নেওয়ায় এবং দলীয় সমালোচনার কারণে বহিষ্কৃত সাবেক শিবির সভাপতি মজিবুর রহমান মঞ্জু গঠন করেন এবি পার্টি। দলটি আনুষ্ঠানিকভাবে পিআর পদ্ধতির পক্ষে থাকলেও এবি পার্টিকেও সমাবেশে ডাকা হয়নি।
এ বিষয়ে জামায়াতের এক নেতা বলেন, –মজিবুর রহমান মঞ্জুর বিরুদ্ধে দলীয় কর্মীদের মধ্যে ক্ষোভ আছে। তিনি প্রায়ই জামায়াত ও শিবিরের সমালোচনা করে থাকেন। সমাবেশে বক্তৃতা দেওয়ার সুযোগ পেলে নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিতে পারত, সেই ঝুঁকি এড়াতেই এবি পার্টিকে বাদ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বিএনপি-জামায়াত জোট ১৯৯৯ সাল থেকে প্রায় দুই দশক একসঙ্গে রাজনীতি করেছে। একসঙ্গে সরকারও চালিয়েছে। ২০২২ সালের ডিসেম্বর মাসে সমঝোতার মাধ্যমে দুই দলের রাজনৈতিক জোট ভেঙে যায়। ২০২৪ সালের ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনের পর বিএনপির যুগপৎ আন্দোলন থেকেও জামায়াত আলাদা হয়ে যায়। যদিও জুলাই মাসের অভ্যুত্থানে উভয় দল অংশ নেয়, তবে ৫ আগস্টের পর জামায়াত বিএনপির প্রধান নির্বাচনী প্রতিযোগী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। যদিও দুই দলের অনেক নেতা এখনও একে অপরের কর্মসূচিতে উপস্থিতি জানিয়ে যাচ্ছেন।
ভিওডি বাংলা/ডিআর
কুড়িগ্রামে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান মামুনুল হকের
কুড়িগ্রাম প্রতিনিধি
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর …

দেশে গণতন্ত্রের সংকট: সজাগ থাকার আহ্বান মির্জা ফখরুলের
নিজস্ব প্রতিবেদক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশজুড়ে ‘গণতন্ত্রের …

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশ মুক্তিযুদ্ধের অবমাননা: ছাত্র ইউনিয়ন
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জামায়াতে ইসলামীকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে …
