• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

   ১৯ জুলাই ২০২৫, ০৮:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। 

এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির। আজ বিকেল ৫টা ২২ মিনিটে প্রথম দফায় পড়ে যান তিনি। পরে পাশে থাকা নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেন। এর মিনিট পরেই উঠে দাঁড়িয়ে আবার বক্তব্য দেওয়া শুরু করেন তিনি। এ সময় তাকে নেতাকর্মীরা ধরে রাখেন। এমন অবস্থায় কিছুক্ষণ বক্তব্য দেওয়ার পর আবার বসে পড়েন তিনি।

এ সময় জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, ‘গরমের জন্য আমিরে জামায়াত সামান্য অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকরা বলেছেন, তার আর বক্তব্য দেওয়া ঠিক হবে না।’

তবে কিছুক্ষণ পর না দাঁড়িয়ে মঞ্চে ডায়াসের পাশে পা মেলে বসে বক্তব্য দেন জামায়াত আমির। এ সময় তার পাশে চিকিৎসকদের দেখা যায়। তিনি বসেই প্রায় ১০ মিনিট বক্তব্য দেন। তার বক্তব্যের মধ্য দিয়েই শেষ হয় দলটির জাতীয় সমাবেশ।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিলং থেকে নব্য গডফাদার এসেছে- সালাহউদ্দিনকে ইঙ্গিত নাসিরউদ্দীনের
শিলং থেকে নব্য গডফাদার এসেছে- সালাহউদ্দিনকে ইঙ্গিত নাসিরউদ্দীনের
জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে যাচ্ছেন মির্জা ফখরুল
জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে যাচ্ছেন মির্জা ফখরুল
জামায়াতের সমাবেশে আমন্ত্রণ পায়নি বিএন‌পি ও এবি পা‌র্টি
জামায়াতের সমাবেশে আমন্ত্রণ পায়নি বিএন‌পি ও এবি পা‌র্টি