দেশে গণতন্ত্রের সংকট: সজাগ থাকার আহ্বান মির্জা ফখরুলের


নিজস্ব প্রতিবেদক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশজুড়ে ‘গণতন্ত্রের সংকট’ দেখা যাচ্ছে উল্লেখ করে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। শনিবার বিকালে রাজধানীর ফার্মগেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, ‘সংগ্রাম শেষ হয়নি। সামনে গণতন্ত্রের যে সংকট দেখা যাচ্ছে, সেই সংকট থেকে উত্তরণের জন্য আমাদের সবাইকে অনেক বেশি সজাগ ও সতর্ক থাকতে হবে।’’ তিনি আরও বলেন, ‘‘আমাদের গণতন্ত্র উত্তরণের স্বপ্ন বাস্তবায়িত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভবিষ্যতের জন্য কাজ করতে হবে।’
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আমার বিশ্বাস আমাদের তরুণ নেতা, যিনি বাংলাদেশের মানুষের কাছে স্বপ্ন দেখিয়েছেন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং সত্যিকার অর্থে একটি স্বাধীন, সার্বভৌম, অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব।’
উল্লেখ্য, ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের উদ্যোগে ‘গণঅভ্যুত্থান-২০২৪: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণে’ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে অনুরোধ থাকবে, নির্বাচনের পর যদি সরকার গঠন হয়, তাহলে দেশের শহীদ পরিবারের পুনর্বাসন ও সহায়তার ব্যবস্থা করতে হবে।’ তিনি প্রস্তাব দেন, ‘শহীদ পরিবারের জন্য একটি তহবিল গঠন করা হোক, যাতে তারা সহায়তা পায়।’
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘বর্তমান রাজনৈতিক অবস্থায় ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা চলছে, আমরা তা রোধ করব। আমরা ভালো ও সুষ্ঠু নির্বাচন চাই, যাতে দেশের সব মানুষ ঐক্যবদ্ধভাবে দেশ এগিয়ে নিয়ে যেতে পারে।’
তিনি সরকারের অস্বচ্ছতার কথাও উল্লেখ করে বলেন, ‘‘আমার এলাকায় বিভিন্ন দলের মিছিল হয়েছে, কিন্তু অনেক সময় কোনো আওয়াজ পাই না। আমি দেখি আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে যাচ্ছেন। গতকালও অন্য দলের পদযাত্রায় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। এটা গ্রহণযোগ্য নয়।’’
সভায় আরও বক্তব্য দেন অধ্যাপক তৌফিকুল ইসলাম মিথিল, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, রুহুল কবির রিজভী, অধ্যাপক মোর্শেদ হাসান খান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।
ভিওডি বাংলা/ডিআর
কুড়িগ্রামে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান মামুনুল হকের
কুড়িগ্রাম প্রতিনিধি
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর …

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশ মুক্তিযুদ্ধের অবমাননা: ছাত্র ইউনিয়ন
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জামায়াতে ইসলামীকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে …

বিএনপির বিরুদ্ধে যারা কথা বলে তারাই জনবিচ্ছিন্ন হবে: টুকু
নিজস্ব প্রতিবেদক
বিএনপির বিরুদ্ধে যারা কথা বলেন, তাদেরই জনবিচ্ছিন্ন হয়ে …
