এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা


কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২০০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা জানিয়েছে ‘নূরজাহান রহমান ফাউন্ডেশন’।
শনিবার (১৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল হাই সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলতাফ হোসেন এবং দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ জন শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ১টি করে ব্যাগ ও ৩টি করে ফলদ ও বনজ গাছের চারা উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অতিথিরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং মাদক ও কুসংস্কারমুক্ত সমাজ গঠনে তাদের নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানান।
ভিওডি বাংলা/ডিআর
বাবার ঘোড়ার গাড়ির চাকায় প্রাণ গেল ছেলের
নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় ঘোড়ার গাড়ির চাকায় পিষ্ট হয়ে সাদমান …

কুড়িগ্রামে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি পালিত
কুড়িগ্রাম প্রতিনিধি
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুড়িগ্রামে ‘এক শহীদ, এক …
