• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শেরপুর শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

   ২০ জুলাই ২০২৫, ০১:৩৫ পি.এম.

শেরপুর প্রতিনিধি

‘‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’’ - এই প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ উদ্যোগে শেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ এর সফল সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্মানিত জেলা প্রশাসক জনাব তরফদার মাহমুদুর রহমান মহোদয়ের সভাপতিত্বে এই সমাপনী অনুষ্ঠিত হয়।
 
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম। সভায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের অপরিহার্যতা এবং জনসচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়। মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবেশবাদী সংগঠন পরিবেশবান্ধব উদ্যোগ তুলে ধরেন। এই বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শেরপুরের পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে এবং সবুজায়ন কর্মসূচিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মনে করা হচ্ছে।

অনুষ্ঠান শেষে  জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে শেরপুর জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের পাশে নির্মাণাধীন জুলাই শহিদ স্মৃতিস্তম্ভের পাশে জেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
ব্রাহ্মণবাড়িয়া ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল
হাদিকে হত্যা চেষ্টা মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল