• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সারজিসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন নিষ্পত্তি

   ২০ জুলাই ২০২৫, ০৩:১২ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

ফেসবুকে দেওয়া স্ট্যাটাস ঘিরে আদালত অবমাননার অভিযোগে এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে করা আবেদন পর্যবেক্ষণসহকারে নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট। পূর্ণাঙ্গ আদেশের কপি পেলে পর্যবেক্ষণের ব্যাপারে বিস্তারিত বলা যাবে বলে জানিয়েছেন আবেদনকারী আইনজীবী।

রোববার (২০ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট এ আদেশ দেন। 

সারজিস আলমের ফেসবুকে উচ্চ আদালত সম্পর্কে দেওয়া স্ট্যাটাস ‘মর্যাদাহানিকর’ ও ‘অবমাননাকর’ উল্লেখ করে সারজিস আলমকে গত ২৪ মে নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন।

নোটিশের জবাব না পেয়ে সারজিস আলমের বিরুদ্ধে গত ২৮ মে এই আইনজীবী আদালত অবমাননার আবেদন করেন। আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী জসিম উদ্দিন নিজেই শুনানি করেন।

পরে আইনজীবী জসিম উদ্দিন বলেন, হাইকোর্ট আবেদনটি ডিসপোসড অফ (নিষ্পত্তি) করেছেন। পূর্ণাঙ্গ আদেশ পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। পূর্ণাঙ্গ আদেশ পাওয়ার পর আপিল বিভাগে যাবেন বলে জানান এই আইনজীবী।

২২ মে হাইকোর্ট ইশরাক হোসেনকে ঢাকার মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিট খারিজ করে আদেশ দেন। এই আদেশের পর ফেসবুক পোস্টে এনসিপি নেতা সারজিস আলম লেখেন, ‘মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায়, তাহলে এই হাইকোর্টের দরকার কী?’

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি শুরু
তারেক রহমানের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি শুরু
মুন্নি সাহার পরিবারের ১৮ কোটি টাকা ফ্রিজ
মুন্নি সাহার পরিবারের ১৮ কোটি টাকা ফ্রিজ
কাঠগড়ায় আসামির আত্মহত্যার চেষ্টা
কাঠগড়ায় আসামির আত্মহত্যার চেষ্টা