• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুমিল্লা বোর্ডে স্থগিত এইচএসসি পরীক্ষা ১২ আগস্ট

   ২০ জুলাই ২০২৫, ০৬:০৭ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

প্রাকৃতিক দুর্যোগের কারণে কুমিল্লা বোর্ডে গত ১০ জুলাই স্থগিত হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হবে। রোববার শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাসরিন তথ্য নিশ্চিত করেছেন।

গত ৯ জুলাই কুমিল্লা বোর্ডের অধিনে থাকা জেলাগুলোতে হঠাৎ করে বন্যা পরিস্থিতি অবনতি হয়। ফেনী, নোয়াখালীসহ বিভিন্ন জেলায় বন্যার পানি বৃদ্ধির কারণে শুধুমাত্র ১০ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। ওই দিনের স্থগিত পরীক্ষাগুলো হলো পদার্য়বিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাসরিন বলেন, কুমিল্লা বোর্ডের অধীনস্থ জেলা সমূহে বন্যা পরিস্থিতি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ১০ জুলাই এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়। স্থগিত পরীক্ষাটি আগামী ১২ আগস্ট সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একাদশে শূন্য থাকবে ২০ লাখ ভর্তিযোগ্য আসন
একাদশে শূন্য থাকবে ২০ লাখ ভর্তিযোগ্য আসন
গাইবান্ধায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত ২৭৩ জন
গাইবান্ধায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত ২৭৩ জন
আন্দোলনে জড়িত শিক্ষা কর্মকর্তাদের তদন্ত নথি গায়েব
আন্দোলনে জড়িত শিক্ষা কর্মকর্তাদের তদন্ত নথি গায়েব