শিল্পী ও ভাস্কর হামিদুজ্জামান খানের মৃত্যুতে উপাচার্যের শোক


জাবি প্রতিনিধি
প্রথিতযশা শিল্পী ও ভাস্কর হামিদুজ্জামান খানের (৮০) মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
রবিবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মো: মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উপাচার্য বলেন," হামিদুজ্জামান খানের মৃত্যুতে জাতি একজন গুণী শিল্পী ও ভাস্করকে হারালো। তিনি তাঁর অনন্য শিল্পসৃষ্টি ও সৃজনশীল কর্মের মধ্য দিয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন"
শোকবার্তায় উপাচার্য আরও বলেন, "জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাঁর আত্মার সম্পর্ক বিদ্যমান। তিনি এ বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধভিত্তিক স্মারক ভাস্কর্য ‘সংশপ্তক’ নির্মাণ করেছেন, যা এ বিশ্ববিদ্যালয়ের গৌরব ও চেতনার প্রতীক হিসেবে চিরস্থায়ী হয়ে থাকবে"
উপাচার্য তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, শিল্পী ও ভাস্কর হামিদুজ্জামান খান রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২০ জুলাই) মৃত্যুবরণ করেন।
ভিওডি বাংলা/ এমএইচ
নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হলো কলা অনুষদের গবেষণা সেমিনার
ক্যাম্পাস প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের …

প্রশাসনকে শাড়ি চুড়ি উপহার বেরোবি শিক্ষার্থীদের
বেরোবি ক্যাম্পাস প্রতিনিধি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে লেজুরবৃত্তিক রাজনৈতিক কর্মকান্ড পরিচালনার …

২৯ জুলাই ডাকসুর তফসিল, নির্বাচন সেপ্টেম্বরে
ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) তফসিল ঘোষণা করা হবে …
