• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপি ক্ষমতায় আসলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে: রেজউল করিম

   ২১ জুলাই ২০২৫, ১২:৩৪ পি.এম.
নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, খালেদা জিয়ার নেতৃত্বে ক্ষমতায় গিয়ে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে হ্যাটট্রিক করেছেন। এখন ক্ষমতার জন্য তারা কী করছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন ক্ষমতায় গেলে আবার চ্যাম্পিয়ন হবে। 

রোববার (২০ জুলাই) কিশোরগঞ্জ জেলা শিল্পকলা মিলনায়তনে ইসলামী যুব আন্দোলনের নবম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জেলা যুব আন্দোলনের সভাপতি মুহাম্মদ রবিউল ইসলাম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন। প্রধান বক্তা কেন্দ্রীয় সেক্রেটারী মুফতি মনসুর আহমাদ সাকীসহ স্থানীয় নেতারাও বক্তব্য দেন। 

তিনি বলেন, প্রথমবার বিএনপি একা নির্বাচন করেছে। টিকতে পারেনি। এরপর ওই যে বাকশালের কারণে দেশের মানুষ তাড়িয়ে দিয়েছিল, হজ্ব করেছে, হাতে তসবিহ, কোরআন তেলাওয়াত করে। মানুষ ভাবছিল তওবা করছে। মানুষ ক্ষমতায় বসাইছে। কিন্তু ২০০১ এ আর ক্ষমতায় আসতে পারেনি। মানুষ ভেবেছে, খালেদা জিয়া প্রথমবার নতুন ক্ষমতায় গেছে, নতুন প্রধানমন্ত্রী, নতুন রাষ্ট্রপতি। এবার বিপুল ভোটে আমরা ক্ষমতায় বসাইলাম। দুর্নীতিতে হ্যাটট্রিক করলো। মেয়দ পূরণ করতে পারেনি। মাঝখানে একটা সরকার আসলো মাইনাস টু ফর্মুলা নিয়া।

মুফতি রেজাউল করিম আরও বলেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় গিয়া কী করলো সবাই দেখেছেন। ২০২৪-এর জুলাাই-আগস্টের আন্দোলনে অনেক মানুষ জীবন দিল। এখন বিএনপি আবার ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। কি করছে, আপনারা দেখছেন। দুর্নীতিতে যারা চ্যাম্পিয়ন হয়েছে, এরা ক্ষমতায় আসলে আবার চ্যাম্পিয়ন হবে। আজকে যারা নেতা-নেত্রীর মব্বতে গদগদ, তখন কাউকে কাছে পাওয়া যায়নি। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাড়াশের দলিল লেখক সমিতির সাবেক সভাপতির লাইসেন্স বাতিল
তাড়াশের দলিল লেখক সমিতির সাবেক সভাপতির লাইসেন্স বাতিল
যশোরে মুরগি বিক্রির বাকি টাকা চাওয়াতে পিটিয়ে হত্যা
যশোরে মুরগি বিক্রির বাকি টাকা চাওয়াতে পিটিয়ে হত্যা
কুষ্টিয়ায় দাফন হলো বিমান বিধ্বস্তে নিহত রজনী ইসলামের
কুষ্টিয়ায় দাফন হলো বিমান বিধ্বস্তে নিহত রজনী ইসলামের