• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারী বক্তব্যের প্রতিবাদে নাইক্ষ্যংছড়ি বিএনপির বিক্ষোভ

   ২১ জুলাই ২০২৫, ০১:১২ পি.এম.

বান্দরবান প্রতিনিধি 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে কটূক্তির অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদে সভা করেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন। আজ রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলা চত্বর থেকে মিছিল বের হয়। মিছিলটি নাইক্ষ্যংছড়ি বাজার প্রদক্ষিণ করে থানা মোড় হয়ে রেস্টহাউজ সড়কে দিয়ে বাজার চত্বরে এসে শেষ হয়।

মিছিল শেষে সমাবেশ থেকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীর বক্তব্য প্রত্যাখ্যান ও ক্ষমা চাওয়ার আহ্বান জানায় উপজেলা বিএনপির ও অঙ্গসংগঠন 

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলার বিএনপি সভাপতি ও জেলা বিএনপির সদস্য মুহাম্মদ আরেফ উল্লাহ ছুট্টু, সহ-সভাপতি নুরুল আবছার সোহেল, সাধারণ সম্পাদক আব্দুল আলীম বাহাদুর, মাওলানা সুলতান আহমদ, ডা. ফরিদুল আলম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মুহাম্মদ জহির উদ্দিন, সাধারণ সম্পাদক সাংবাদিক মুহাম্মদ ইউনুছ, উপজেলা যুবদল সভাপতি আবু সুফিয়ান সোহেল, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু কায়সার, ছাত্রদল আহ্বায়ক মুহাম্মদ জিয়াবুল হকসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

সভায় নাসিরউদ্দিন পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তারা বলেন, ‘জুলাইয়ের ঐক্য বিনষ্ট হয় এমন কোনো বক্তব্য রাখবেন না। দলের হাইকমান্ড থেকে আমাদের ধৈর্য ধারণ করতে বলা হয়েছে। ধৈর্যের বাধ ভেঙে গেলে পরিণতি ভালো হবে না।’

এর আগে শনিবার কক্সবাজার শহরে এক সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে আপত্তিকর বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সন্ধ্যায় তাৎক্ষণিক উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী যুবনেতা সাইফুদ্দিন বাহাদুর এর নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের করে উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতৃবৃন্দের।

এসময় প্রতিবাদ মিছিলে যোগদেন, সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ, সাবেক মেম্বর ফয়েজ আহাম্মদ, স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রশিদ, মু. আলম ফরাজী প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমান বিধ্বস্তে নিহত পাইলট সাগরের বাড়িতে শোকের মাতম
বিমান বিধ্বস্তে নিহত পাইলট সাগরের বাড়িতে শোকের মাতম
রাজশাহী চারঘাটে ৪০ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
রাজশাহী চারঘাটে ৪০ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
কুড়িগ্রামে নুরুন্নবীর পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক
কুড়িগ্রামে নুরুন্নবীর পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক