• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চালকের চোখে ঘুম : লাশবাহী অ্যাম্বুলেন্স উল্টে আহত ৫

   ২১ জুলাই ২০২৫, ০১:২৫ পি.এম.

বরিশাল প্রতিনিধি 

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী বাসষ্ট্যান্ড এলাকায় রোববার (২০ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্স উল্টে পাঁচজন আহত হয়েছে।

খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা এবং হাইওয়ে থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন আহতদের বরাত দিয়ে জানিয়েছেন, ঢাকার শ্যামলী এলাকা থেকে পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়াগামী লাশবাহী অ্যাম্বুলেন্সটি মহাসড়কের পাশে উল্টে পরে। এতে লাশের সাথে থাকা তাদের পাঁচজন স্বজন আহত হন।

তিনি আরও জানিয়েছেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের বরাত দিয়ে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনার পূর্বে অ্যাম্বুলেন্স চালকের চোখে ঘুম ঘুম ছিলো। এসময় লাশের সাথে থাকা স্বজনরা তাকে নিরাপদস্থান দেখে গাড়টি পার্কিং করে রাখার জন্য বলেন। পাশাপাশি প্রয়োজনে পরেরদিন (সোমবার) সকালে যাওয়ার কথা বলেছেন। কিন্তু চালক লাশের স্বজনদের কথা না শুনেই ঘুম চোখে অ্যাম্বুলেন্সটি চালিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে দূর্ঘটনাস্থল অতিক্রমকালে বেপরোয়াগতিতে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সটি মহাসড়কের পাশে উল্টে পরে।  


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমান বিধ্বস্তে নিহত পাইলট সাগরের বাড়িতে শোকের মাতম
বিমান বিধ্বস্তে নিহত পাইলট সাগরের বাড়িতে শোকের মাতম
রাজশাহী চারঘাটে ৪০ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
রাজশাহী চারঘাটে ৪০ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
কুড়িগ্রামে নুরুন্নবীর পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক
কুড়িগ্রামে নুরুন্নবীর পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক