যৌথবাহিনীর হাতে মাদকসহ গ্রেপ্তার যুবদল নেতা


কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের মিঠামইনে মাদকসহ যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন এক যুবদল নেতা ও তার ছোট ভাইসহ তিনজনকে আটক করা হয়।
রোববার (২০ জুলাই) রাতে উপজেলার গোবিন্দপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রুবেল হোসেন (৩৩) উপজেলা যুবদলের ১১নং যুগ্ম আহবায়ক ও উপজেলা শহীদ জিয়া ছাত্র পরিষদের সভাপতি। এ সময় তার সাথে তার ছোট ভাই রােহান (৩০) ও উপজেলার ঢাকেশ্বর গ্রামে সিরাজ মিয়ার ছেলে জামাল মিয়াকেও (৪২) গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, যৌথ বাহিনীর মাদক বিরোধী অভিযানে মিঠামইন উপজেলা যুবদলের যুগ্ম আহবায় রুবেল হোসেন তার ছোট ভাই রােহান ও উপজেলা ঢাকেশ্বর গ্রামের জামাল মিয়াসহ ৩জনকে গ্রপ্তার করা হয়। পরে থানা পুলিশর মাধ্যমে আদালতে পাঠানো হয়।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, যৌথ বাহিনীর মাদক বিরোধী অভিযানে মিঠামইন উপজেলা যুবদলের যুগ্ম আহবায় রুবেল হোসেন ও তার ছোট রােহানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মিঠামইন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ইকরাম হোসেন জেরী (নওশাদ) জানান, শোনেছি আমাদের উপজেলা যুবদলের ১১নং যুগ্ম আহবায়ক রুবেল হোসেনকে মাদকসহ যৌথবাহিনী গ্রেপ্তার করেছে। বিষয়টি আমরা কেন্দ্রীয় কমিটিকে জানিয়েছি। তারা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবে।
ভিওডি বাংলা/ এমএইচ
ভারতীয় সীমান্তঘেঁষা বাড়ি থেকে ফেনসিডিল ইয়াবাসহ আটক ৩
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকায় ভারতীয় ফেনসিডিল ও ইয়াবাসহ তিন মাদক …

ফুলবাড়ীতে চেয়ারম্যানকে টাকা দিয়েও মিলছে না ভিজিডি কার্ড
কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচি সহায়তা হিসেবে ভিডব্লিউবি (ভিজিডি) …

দৌলতপুরে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চায়না জাল উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে যৌথ অভিযান পরিচালনা করে ৩ কেটি ৫২ লক্ষ …
