বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় উপাচার্যের শোক


রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
সোমবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মো: মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উপাচার্য বলেন, "এই মর্মান্তিক দুর্ঘটনায় পাইলট, শিক্ষার্থী, শিক্ষকসহ যারা প্রাণ হারিয়েছেন, জাতি তাদের হারিয়ে এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। এ ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও শোকাবহ।"
শোকবার্তায় উপাচার্য আরও বলেন, "আমরা সবাই এই দুঃসময়ে নিহতদের পরিবারের পাশে রয়েছি। তাঁদের এই শোক সহজে কাটিয়ে ওঠা সম্ভব নয়। বিশ্ববিদ্যালয় পরিবার নিহতদের আত্মার শান্তি কামনা করছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে।"
উপাচার্য তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, রোববার (২১ জুলাই) সকালে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে কয়েকজন নিহত ও আহত হন।
এদিকে, সরকার আগামীকাল (২২ জুলাই) রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পূর্বঘোষিত জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে নির্ধারিত ‘অদম্য ২৪’ স্মৃতিস্তম্ভ উদ্বোধনসহ সকল কর্মসূচি স্থগিত থাকবে।
এছাড়া নিহতদের আত্মার শান্তি কামনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
ভিওডি বাংলা/ এমএইচ
ইবি শিক্ষার্থীর মৃত্যুকে ঘিরে রহস্য : প্রধান ফটক অবরোধ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ্'র মৃত্যুর ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টকে …

শিল্পী ও ভাস্কর হামিদুজ্জামান খানের মৃত্যুতে উপাচার্যের শোক
জাবি প্রতিনিধি
প্রথিতযশা শিল্পী ও ভাস্কর হামিদুজ্জামান খানের (৮০) মৃত্যুতে …

নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হলো কলা অনুষদের গবেষণা সেমিনার
ক্যাম্পাস প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের …
