• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দৌলতপুরে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চায়না জাল উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি    ২১ জুলাই ২০২৫, ১০:১০ পি.এম.
বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চায়না জাল উদ্ধার

কুষ্টিয়া দৌলতপুরে যৌথ অভিযান পরিচালনা করে ৩ কেটি ৫২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমান চায়না দুয়ারি এবং কারেন্ট জাল জব্দ করেছে কুষ্টিয়া ব্য (৪৭ বিজিবি)  ব্যাটেলিয়ান।

সোমবার (২১ জুলাই) বিকেলে দৌলতপুর উপজেলার চল্লিশপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ “চায়না দুয়ারি ও কারেন্ট” জালের মজুদ পাওয়া যায়।

কুষ্টিয়া (৪৭) বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রাহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই অভিযান  পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব প্রদান করেন, দৌলতপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা, মোঃ আব্দুল হাই সিদ্দিকী। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা, হোসেন আহমেদ স্বপন।

এছাড়াও উক্ত অভিযানে বিপুল পরিমাণ মাছের পোনা উদ্ধার করা হয়, যা পরবর্তীতে নদীতে অবমুক্ত করা হয়েছে। জব্দকৃত অবৈধ চায়না দুয়ারি জাল এবং চায়না জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

দৌলতপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকী বলেন,  ২০, ০০০ কেজি চায়না জাল ও ৩৫০০ কেজি কারেন্ট জাল  জব্দ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহী চারঘাটে ৪০ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
রাজশাহী চারঘাটে ৪০ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
কুড়িগ্রামে নুরুন্নবীর পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক
কুড়িগ্রামে নুরুন্নবীর পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক
মধুপুরে প্রতারণার অভিযোগে বীজ কোম্পানিকে দুই লাখ টাকা
মধুপুরে প্রতারণার অভিযোগে বীজ কোম্পানিকে দুই লাখ টাকা