• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশের সব আদালতে এক মিনিট নীরবতা পালনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক    ২২ জুলাই ২০২৫, ০১:২৬ পি.এম.
হাইকোর্ট ভবন। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় বহু শিক্ষার্থী হতাহত হয়েছেন। এ ঘটনায় আজ মঙ্গলবার (২২ জুলাই) এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। হতাহতদের স্মরণে দেশের সব আদালতকে বিচারিক কার্যক্রম শুরুর আগে এক মিনিট নীরবতা পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট বিভাগ ও অধস্তন আদালতে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বৈমানিক, শিক্ষক, কর্মচারীসহ বহু কোমলমতি শিক্ষার্থী হতাহতের পরিপ্রেক্ষিতে আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। জাতির এই গভীর শোকের মুহূর্তে দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে আজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগ (আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ), দেশের সকল অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করার জন্য প্রধান বিচারপতি নির্দেশ প্রদান করেছেন।

এতে আরও বলা হয়েছে, একই সঙ্গে দেশের সব অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে জাতীয় পতাকা অর্ধনমিত রাখাসহ সব জেলা জজশিপ ও ম্যাজিস্ট্রেসিতে আগামী তিন দিন যে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকবে মর্মে নির্দেশ প্রদান করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীন বিচার বিভাগ ছাড়া টেকসই গণতন্ত্র সম্ভব নয়: প্রধান বিচারপতি
স্বাধীন বিচার বিভাগ ছাড়া টেকসই গণতন্ত্র সম্ভব নয়: প্রধান বিচারপতি
ধানের শীষের প্রার্থী হতে সুপ্রিম কোর্টের ৪০ আইনজীবীর দৌড়ঝাঁপ
ধানের শীষের প্রার্থী হতে সুপ্রিম কোর্টের ৪০ আইনজীবীর দৌড়ঝাঁপ
তারেক রহমানের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি শুরু
তারেক রহমানের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি শুরু