• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায়

সুরভিতে শিশু-কিশোরদের শোকসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক    ২২ জুলাই ২০২৫, ০৬:০৪ পি.এম.
সুরভিতে শিশু-কিশোরদের শোকসভা

রাজধানীর ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের উপরে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত এবং আহতদের জন্য বিশিষ্ট সমাজসেবী সৈয়দা ইকবাল মান্দ বানুর প্রতিষ্ঠিত সুরভির সুবিধাবঞ্চিত সকল দুঃস্থ, অসহায় শিশু-কিশোররা শোক প্রকাশ করেছে। উক্ত দোয়া অনুষ্ঠানে বিমান দুর্ঘটনায় নিহত ছোট্ট কোমলমতি শিশুদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এসময় ‘সুরভি’র পরিচালকসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এই বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন।

মঙ্গলবার সকালে (২২ জুলাই ) রাজধানীর ধানমন্ডিতে সুরভির ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় এবং আহতদের সুস্থ্যতার জন্য দুঃস্থ, অসহায় শিশু-কিশোরদের নিয়ে এক দোয়ার আয়োজন করা হয়। 

একই সাথে মাইলস্টোনে যেসকল শিশু-কিশোররা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে, তাদের সুস্থ্যতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি সকল শোকসন্তপ্ত পরিবারের জন্য দোয়া করা হয়। মহান আল্লাহ যেন তাদেরকে ধৈর্য্যধারণ করার শক্তি দান করেন, আমিন।

প্রসঙ্গত, স্বাধীনতা পদক প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবক সৈয়দা ইকবাল মান্দ বানু’র ১৯৭৯ সালে প্রতিষ্ঠা করা ছিন্নমূল শিশু কিশোরদের প্রতিষ্ঠান সুরভি শিক্ষার আলোয় আলোকিত করেছে প্রায় ৪০ লক্ষ শিশু-কিশোরদের। তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলায় ‘সুরভি’র প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
হাতিরঝিলে চক্রাকার বাসে চালু হচ্ছে ‘র‌্যাপিড পাস’
হাতিরঝিলে চক্রাকার বাসে চালু হচ্ছে ‘র‌্যাপিড পাস’
সমাবেশে যাওয়ার পথে জামায়াত কর্মীর মৃত্যু
সমাবেশে যাওয়ার পথে জামায়াত কর্মীর মৃত্যু