• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাঁশখালীতে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

   ২২ জুলাই ২০২৫, ০৯:০৪ পি.এম.

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশ চেকপোস্টে ইয়াবসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে বাঁশখালী থানার মূল গেইটের সামনে চেকপোষ্ট বসিয়ে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। 
 
গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা মাওনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোঃ মোমিনের পুত্র মোঃ মাঈনউদ্দিন(৩০) একই এলাকার মোস্তফা কামালের পুত্র মোকারম মিয়া প্রকাশ মোশারফ(২৬) কুষ্টিয়া জেলার কাবারিয়া উপজেলার ৬ নং ওয়ার্ডের আব্দুল মান্নানের পুত্র মোঃ মিনহাজুল হাসান মিলন(৩০) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বেতাগো ইউনিয়নের ইদ্রিস কামালের কন্যা তামান্না আক্তার(১৯)।

পুলিশ সুত্রের জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে  উপজেলা থানার মূল গেইটের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট বসিয়ে অভিযান পরিচালনা করে ২হাজার পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকারও জব্দ করা হয়। 
  
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চেকপোস্ট বসিয়ে ইয়াবাসহ ৪ জনকে প্রাইভেটকার সহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাঁশখালী থানায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
ব্রাহ্মণবাড়িয়া ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল
হাদিকে হত্যা চেষ্টা মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল