• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হতাহতদের সহায়তায় নিরলস কাজ করছে ছাত্রদল: নাছির

   ২২ জুলাই ২০২৫, ০৯:১২ পি.এম.
সাধারণ সম্পাদক নাছির উদ্দীন ছবি: সংগৃহীত

উত্তরায় মাইলস্টোন স্কুল ভবনে বিমান বিধ্বস্তের পর থেকেই ছাত্রদল কেন্দ্রীয় সংসদসহ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট হতাহত ব্যক্তিদের সহায়তায় নিরলস কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এতে নেতৃত্ব দিচ্ছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, ‘যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। ঘটনার পরপরই ছাত্রদল কেন্দ্রীয় সংসদ মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স সার্ভিসসহ আহতদের পাশে রয়েছে।’

তিনি বলেন, আহত ব্যক্তিদের জন্য রক্ত সংগ্রহ এবং হতাহতদের স্বজনদের বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছে ছাত্রদল।
 
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে ৫টি শিফটে ভাগ করে কার্যক্রম চালাচ্ছে ছাত্রদল।

কেন্দ্রীয় সংসদের প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ জানান, সোমবার থেকেই ঢাকার বিভিন্ন হাসপাতালে ছাত্রদলের নেতাকর্মীরা তাৎক্ষণিক সেবা দিতে নিয়োজিত রয়েছেন।

ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিলন হোসেন বলেন, ছাত্রদল দেশের মানুষের আস্থা ও ভরসার সর্বোশেষ স্থল। ছাত্রদল সবসময় জনকল্যাণে কাজ করে। ছাত্রদল যেহেতু ছাত্রদের প্রতিনিধিত্ব করে সুতরাং ছাত্রছাত্রী মাসুম বাচ্চাদের এমন নির্মম দিনে তাদের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে মাজার হামলা: এনসিপির তীব্র নিন্দা
রাজবাড়ীতে মাজার হামলা: এনসিপির তীব্র নিন্দা
দেশের ভেতরে গভীর একটি চক্রান্ত চলছে : রিজভী
দেশের ভেতরে গভীর একটি চক্রান্ত চলছে : রিজভী
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ঘটনায় বিএনপি‌’র নিন্দা
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ঘটনায় বিএনপি‌’র নিন্দা