• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাদারীপুরের সন্তান মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী কাব্যকে পাওয়া গেল ঢামেকে

   ২৩ জুলাই ২০২৫, ১১:৫৩ এ.এম.

মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা কাজী বাড়ির সন্তান মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী কাজী মোর্শেদ (কাব্য) পাওয়া গেল রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুরে ঢাকায় ভয়াবহ বিমান দুর্ঘটনার পর থেকেই কাব্যের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। দুর্ঘটনার পরপরই কাব্যের পরিবার ও স্বজনরা রাজধানীর বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক এবং আহতদের তালিকায় খোঁজ করতে থাকেন। অবশেষে সোমবার রাতের দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় কাব্যকে শনাক্ত করতে সক্ষম হন স্বজনরা।

দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলেও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

কাব্যকে খুঁজে পাওয়ার পর মাদারীপুর, কালকিনি, শিবচরে স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। কাব্যের দ্রুততম সময়ে সুস্থতার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে দোয়া চেয়ে পোস্ট দিচ্ছেন সহপাঠী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

আহত কাব্যের বাবা মরহুম রুমেল কাজী বলেন, পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চাই। আল্লাহ যেন আমাদের কাব্যকে সুস্থ করে পরিবারের কাছে ফিরিয়ে দেন।’

উল্লেখ্য, সোমবারের ওই ভয়াবহ বিমান দুর্ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন ছাত্রী।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইটনায় অটোরিকশা ছিনতাই, চালক খুন
ইটনায় অটোরিকশা ছিনতাই, চালক খুন
পাবনা-১ আসনের সীমানা পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ
পাবনা-১ আসনের সীমানা পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ
সাজিদ হত্যার বিচারে গড়িমসির প্রতিবাদে ইবিতে মানববন্ধন
সাজিদ হত্যার বিচারে গড়িমসির প্রতিবাদে ইবিতে মানববন্ধন