• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নেতানিয়াহু হিটলারকেও ছাড়িয়ে গেছেন: এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক    ২৩ জুলাই ২০২৫, ১২:৫২ পি.এম.
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ছবি: সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নাৎসি স্বৈরশাসক অ্যাডলফ হিটলারকে ছাড়িয়ে গেছেন। ২০ মাসে ৫৯ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু রয়েছেন।

মঙ্গলবার (২২ জুলাই) ইস্তাম্বুলে শুরু হওয়া আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা (আইডিইএফ) ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে গাজায় গণহত্যার জন্য ইসরাইলি প্রধানমন্ত্রীকে দায়ী করে তিনি এসব কথা বলেন। 

এরদোগান বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে গণহত্যা নিয়ে যারা নীরব থাকবে তারাই এর সঙ্গে জড়িত। তুরস্ক নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ ও দ্বিমুখী নীতি বা দ্বিচারিতা অতিক্রম করে আজ বৈশ্বিক প্রতিরক্ষা খাতে শক্তিশালী অবস্থান তৈরি করেছে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, এই মেলা শুধু তুরস্কের প্রতিরক্ষা শিল্পের অগ্রগতি নয়, বরং একটি জাতির নিজস্ব সক্ষমতায় দাঁড়িয়ে বিশ্বমঞ্চে উত্থানের প্রতিচ্ছবি।

এরদোগান বলেন, আজ আমরা শুধু একটি প্রতিরক্ষা খাতের উন্নয়ন দেখছি না, বরং একটি জাতির স্বাধীনতার পথে অগ্রযাত্রা, নিজের আকাশে ডানা মেলে উড়ার গল্প দেখছি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজায় ধ্বংসস্তূপে চাপা মরদেহ, ক্ষুধায় প্রাণহানি-মৃত্যুমিছিল থামছে না
গাজায় ধ্বংসস্তূপে চাপা মরদেহ, ক্ষুধায় প্রাণহানি-মৃত্যুমিছিল থামছে না
মুম্বাইয়ে বোমা বিস্ফোরণের হুমকি, জ্যোতিষী আটক
মুম্বাইয়ে বোমা বিস্ফোরণের হুমকি, জ্যোতিষী আটক
৭৮ হাজার শিক্ষার্থীকে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তাব
৭৮ হাজার শিক্ষার্থীকে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তাব