বেনাপোল ইমিগ্রেশনে ছাত্রলীগ নেতা গ্রেফতার


ভারতে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশনে বিস্ফোরকসহ সাত মামলার পলাতক আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আব্দুস ছামাদ আযাদকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে ভারতে ঢোকার উদ্দেশ্য বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশের পর তাকে গ্রেফতার করা হয়।
আব্দুস ছামাদ আযাদ মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি। তিনি জেলার সদর উপজেলার মোস্তফাপুর গ্রামের আকিব আলীর ছেলে। তার বিরুদ্ধে মৌলভিবাজার সদর থানায় বিস্ফোরকসহ সাতটি মামলা রয়েছে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াজ হোসেন মুন্সী জানান, আব্দুস ছামাদ আযাদ ইমিগ্রেশনে প্রবেশ করলে তার চলাফেরা সন্দেহজনক মনে হয়। এ সময় সে কোনো রাজনীতির সঙ্গে জড়িত আছে কিনা জিজ্ঞাসা করলে অস্বীকার করেন। পরে তার পাসপোর্ট পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় তিনি একাধিক মামলায় কালো তালিকার আসামি।
পরে তাকে গ্রেফতার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। পরবর্তীতে আসামিকে মৌলভীবাজার থানা পুলিশের হাতে তুলে দেয়া হবে বলে জানান ওসি।
ইমিগ্রেশন তথ্য বলছে, এর আগে ভারতে ঢোকার সময় ইমিগ্রেশন ভবন থেকে ১৬ আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে পুলিশ। যারা ৫ আগস্টের পর হত্যাসহ বিভিন্ন মামলার আসামি হয়েছিলেন।
ভিওডি বাংলা/ আরিফ
গোয়ালন্দে নারী-শিশুর সুরক্ষা বিষয়ক কর্মশালা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত …

হরিপুরে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৬টি ইউনিয়নের ৫০ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল, পোশাক …

গুনাগরী খাসমহল সিসি ক্যামেরার আওতায় আসায় ব্যবসায়ীদের প্রশংসা
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের গুনাগরী খাসমহল এলাকা পুরাটায় বুধবার(২৩ …
