পাঁচদিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন জাবি উপাচার্য


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এ্যাসোসিয়েশন ডি.সি (জেইউএএডিসি) এর আমন্ত্রণে গ্লোবাল রিইউনিয়ন-২০২৫ এ অংশগ্রহণের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান পাঁচদিনের সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি।
বুধবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্র সফরে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ২৬ জুলাই ‘Teaching and Learning in Bangladesh Universities- Past and Future’ শীর্ষক সেমিনারে বক্তব্য প্রদান করবেন। উক্ত সেমিনারে শিক্ষার্থীদের কর্মজীবন, উচ্চতর শিক্ষা ও গবেষণায় পেশাজীবি হতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভালো শিক্ষা ও এ্যাকাডেমিক দক্ষতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
এছাড়াও এই সফরে উপাচার্য ২৩ জুলাই অ্যালামনাই মিটিং এবং ২৫-২৭ জুলাই পুনর্মিলনীর বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। উপাচার্য সারা বিশ্বে ছড়িয়ে থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র পেশাজীবিদের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধিতে মতবিনিময় করবেন।
উল্লেখ্য, আগামী ২৮ জুলাই ২০২৫ তারিখে সফর শেষে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান দেশে ফিরবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ভিওডি বাংলা/ এমএইচ
বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার জুলাই ৩৬ হলের ১৫ ছাত্রী
শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব : নাছির
‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাতীয় সংগীতের চর্চাকে বাধাগ্রস্ত করে’ এমন অভিযোগ …

জাবিতে জুলাই গণঅভ্যুত্থান উদযাপনে ছয়দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান
জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে স্বৈরাচার হাসিনার পতনের স্মৃতি …
