• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

লামায় রিসোর্ট থেকে পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লামা (বান্দরবান) প্রতিনিধি    ২৩ জুলাই ২০২৫, ০৫:২০ পি.এম.

বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জায় ডেঞ্জার হিল নামক একটি রিসোর্ট থেকে আনোয়ার হোসেন (৪৭) নামের এক পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে লামা থানা পুলিশ।

বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে কটেজের ১২ নম্বর রুম থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত আনোয়ার হোসেন (৪৭) ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার আবু তাহেরির ছেলে।

বিষয়টি নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঢাকা পোস্টকে জানান, সকালে খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করি, নিহতের পরিবারের সাথে যোগাযোগ হয়েছে। তার ভাগিনা তমাল জানিয়েছেন তার মামা বান্দরবানে ঘুরতে এসেছেন বিষয়টি পরিবারের কেউ জানতো না।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাতের কোনো এক সময় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে, এটি আত্মহত্যা না অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইটনায় অটোরিকশা ছিনতাই, চালক খুন
ইটনায় অটোরিকশা ছিনতাই, চালক খুন
পাবনা-১ আসনের সীমানা পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ
পাবনা-১ আসনের সীমানা পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ
সাজিদ হত্যার বিচারে গড়িমসির প্রতিবাদে ইবিতে মানববন্ধন
সাজিদ হত্যার বিচারে গড়িমসির প্রতিবাদে ইবিতে মানববন্ধন