• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাঁশখালীতে চেয়ারম্যান হত্যা মামলার আসামি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ২৩ জুলাই ২০২৫, ০৭:১০ পি.এম.
জাকির আহমদ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ বদিউল আলম চৌধুরী হত্যা মামলার আসামী জাকির আহমদকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করেছেন পুলিশ।

১৯৯৮ সালে স্থানীয় সন্ত্রাসীদের হাতে খুন হন গন্ডামারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ বদিউল আলম। ওই মামলার অন্যতম আসামির জাকির আহমদ। 

বুধবার (২৩ জুলাই) সকালে গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা এলাকা থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। 

আটককৃত জাকির আহমেদ উপজেলার পশ্চিম গন্ডামারা ৫ নং ওয়ার্ডের পেচু মিয়া পুত্র। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বাঁশখালী থানার উপ-পরিদর্শক গোলাম সারোয়ার। 

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা এলাকার মৌলভী ইব্রাহিমের কাছ কয়েকদিন ধরে চাঁদা দাবি করেন একই এলাকার পেছু মিয়া পুত্র জাকির আহমদ। চাঁদা না দেওয়ায় মঙ্গলবার বিকেলে মৌলভী ইব্রাহীমের ওপর অতর্কিত হামলা চালায় জাকির। আহত ইব্রাহিম বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার রাতে ইব্রাহিম বাদী হয়ে জাকির আহমদকে একমাত্র আসামি করে বাঁশখালী থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করা হয়। ওই চাঁদাবাজি মামলায় বুধবার পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

আহত মৌলাভী ইব্রাহিমের ছেলে তানজিমুল রহমান জানান, জাকিরের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমি দস্যু, অপহরণ সহ একাধিক অভিযোগ রয়েছে। সে শহীদ বদিউল আলম হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি। তার সন্তানও বর্তমানে সন্ত্রাসী মামলায় কারাগারে রয়েছে। 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, জাকির নামের একজনকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আর কোন মামলা আছে কিনা খোঁজখবর নেওয়া হচ্ছে। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইটনায় অটোরিকশা ছিনতাই, চালক খুন
ইটনায় অটোরিকশা ছিনতাই, চালক খুন
পাবনা-১ আসনের সীমানা পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ
পাবনা-১ আসনের সীমানা পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ
সাজিদ হত্যার বিচারে গড়িমসির প্রতিবাদে ইবিতে মানববন্ধন
সাজিদ হত্যার বিচারে গড়িমসির প্রতিবাদে ইবিতে মানববন্ধন