• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী গুনাগরী সার্ভিসিং সেল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক উন্নয়ন সভা শেরপুরে বিজিবির ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার জুলাই ৩৬ হলের ১৫ ছাত্রী ফুলবাড়ীতে  চরাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে  কিশোরী ও অভিভাবক সমাবেশ গোয়ালন্দে জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব : নাছির দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার

বাঁশখালীতে চেয়ারম্যান হত্যা মামলার আসামি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ২৩ জুলাই ২০২৫, ০৭:১০ পি.এম.
জাকির আহমদ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ বদিউল আলম চৌধুরী হত্যা মামলার আসামী জাকির আহমদকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করেছেন পুলিশ।

১৯৯৮ সালে স্থানীয় সন্ত্রাসীদের হাতে খুন হন গন্ডামারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ বদিউল আলম। ওই মামলার অন্যতম আসামির জাকির আহমদ। 

বুধবার (২৩ জুলাই) সকালে গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা এলাকা থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। 

আটককৃত জাকির আহমেদ উপজেলার পশ্চিম গন্ডামারা ৫ নং ওয়ার্ডের পেচু মিয়া পুত্র। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বাঁশখালী থানার উপ-পরিদর্শক গোলাম সারোয়ার। 

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা এলাকার মৌলভী ইব্রাহিমের কাছ কয়েকদিন ধরে চাঁদা দাবি করেন একই এলাকার পেছু মিয়া পুত্র জাকির আহমদ। চাঁদা না দেওয়ায় মঙ্গলবার বিকেলে মৌলভী ইব্রাহীমের ওপর অতর্কিত হামলা চালায় জাকির। আহত ইব্রাহিম বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার রাতে ইব্রাহিম বাদী হয়ে জাকির আহমদকে একমাত্র আসামি করে বাঁশখালী থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করা হয়। ওই চাঁদাবাজি মামলায় বুধবার পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

আহত মৌলাভী ইব্রাহিমের ছেলে তানজিমুল রহমান জানান, জাকিরের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমি দস্যু, অপহরণ সহ একাধিক অভিযোগ রয়েছে। সে শহীদ বদিউল আলম হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি। তার সন্তানও বর্তমানে সন্ত্রাসী মামলায় কারাগারে রয়েছে। 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, জাকির নামের একজনকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আর কোন মামলা আছে কিনা খোঁজখবর নেওয়া হচ্ছে। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়