• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী গুনাগরী সার্ভিসিং সেল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক উন্নয়ন সভা শেরপুরে বিজিবির ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার জুলাই ৩৬ হলের ১৫ ছাত্রী ফুলবাড়ীতে  চরাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে  কিশোরী ও অভিভাবক সমাবেশ গোয়ালন্দে জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব : নাছির দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার

নাগেশ্বরীতে ১৫ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি    ২৩ জুলাই ২০২৫, ০৭:১৪ পি.এম.

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের চচলারপাড় গ্রামে নিজ বাড়ি থেকে শিউলী বেগম (৩৮) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই ২০২৫) ভোর ৬টা ১৫ মিনিটে এই অভিযান চালানো হয়।

নাগেশ্বরী থানা সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম ওই গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে শিউলীর ঘর থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা এবং ডিবি’র ওসি মোঃ বজলার রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিউলী বেগম স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিল। আরও কেউ এ চক্রে জড়িত রয়েছে কিনা, সে বিষয়ে তদন্ত চলছে।

তিনি আরও বলেন, “জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং জেলা পুলিশ মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে অটল।”

ঘটনার পরিপ্রেক্ষিতে শিউলী বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়