মাইলস্টোন বিমান দুর্ঘটনা
বার্ন ইনস্টিটিউটে ১১ জনের মৃত্যু, চিকিৎসাধীন ৪৪


রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১১ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও আটজন। বর্তমানে সেখানে ৪৪ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।
বুধবার (২৩ জুলাই) দুপুরে দগ্ধদের চিকিৎসা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইনস্টিটিউটের পরিচালক ডা. নাসির উদ্দিন।
তিনি বলেন, এখন পর্যন্ত আমাদের ইনস্টিটিউটে আনা ১১ জন মারা গেছেন। ক্রিটিকাল অবস্থায় আছেন ৮ জন, সিভিয়ার কেস ১৩টি এবং ইন্টারমিডিয়েট ২৩ জন। সবাই সরকারের খরচে চিকিৎসা নিচ্ছেন। ওষুধ ও রক্তের কোনো সংকট নেই।
চিকিৎসায় সিঙ্গাপুরের বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে জানিয়ে ডা. নাসির বলেন, আমাদের চিকিৎসা প্রটোকল তাদের সঙ্গে শেয়ার করা হয়েছে। তারা কিছু সিদ্ধান্ত দিয়েছেন, যেগুলো চিকিৎসায় আমরা একীভূত করছি। আমাদের বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গেও তারা কথা বলেছেন।
তিনি আরও জানান, ভারত, আমেরিকা, চীনসহ বিভিন্ন দেশে থাকা প্রবাসী চিকিৎসকরা নানা উপায়ে সহায়তার আগ্রহ জানিয়েছেন। আমরা যে প্রটোকল অনুসরণ করছি, সেটিই এখন সবচেয়ে উপযুক্ত মনে করছি। তবে যেকোনো ভালো পরামর্শ অবশ্যই গ্রহণ করা হবে।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ে। উড্ডয়নের মাত্র ১২ মিনিট পরই দুর্ঘটনাটি ঘটে। এককভাবে ফ্লাইট পরিচালনাকারী লেফটেন্যান্ট তৌকির অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, আর সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের তথ্যমতে, এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ১৫০ জনের অধিক চিকিৎসাধীন রয়েছেন।
ভিওডি বাংলা/ আরিফ
মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহেরীন চৌধুরীর সমাধিতে পুষ্পস্তবক …

মাইলস্টোনে মৃত্যু ২৯, হাসপাতালে ৬৯ : স্বাস্থ্য অধিদপ্তর
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের …

এগিয়ে যাচ্ছে জাতীয় সনদ প্রক্রিয়া : আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, আজকের আলোচনা …
