মাইলস্টোন বিমান দুর্ঘটনা
মাইলস্টোনে মৃত্যু ২৯, হাসপাতালে ৬৯ : স্বাস্থ্য অধিদপ্তর


রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত (বুধবার দুপুর ১টা পর্যন্ত) ২৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ ছাড়া ৬৯ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
নিহতদের মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, ১৫ জন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল এবং লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে একজন করে মারা গেছেন।
বার্ন ইনস্টিটিউটে নিহতদের মধ্যে পরিচিতি পাওয়া গেছে:
তানভীর (১৪), আদনান ফাইয়াজ (১৪), মেহরিন (৪৬), বাপ্পি (৯), মাসুকা (৩৭), এবি শামীম (১৪), শায়ান ইউসুফ (১৪), এরিকসন (১৩), আরিয়ান (১৩), নাজিয়া (১৩) ও নাফি (৯)। সবার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিএমএইচে মৃতদের মধ্যে ৯ জনের পরিচয় পাওয়া গেছে:
রজনী ইসলাম (৩৭), সারিয়া আক্তার (১৩), নুসরাত জাহান আনিকা (১০), সামিউল করিম (৯), ফাতেমা আক্তার (৯), মেহেনাজ আফরিন হুমায়রা (৯), সাদ সালাউদ্দিন (৯), সায়মা আক্তার (৯) এবং ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম।
সিএমএইচে নিহত আরও ৬ জনের পরিচয় এখনো শনাক্ত হয়নি। তাদের পরিচয় নিশ্চিত করতে স্বজনদের ডিএনএ নমুনা দিতে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মৃতদেহ শনাক্তে সিআইডির ল্যাবে ডিএনএ বিশ্লেষণ শুরু হচ্ছে। যেসব পরিবারের সদস্য নিখোঁজ, অথচ প্রকাশিত তালিকায় নাম নেই, তাদের মালিবাগ সিআইডি অফিসে গিয়ে ডিএনএ নমুনা দিতে বলা হয়েছে।
এছাড়া ঢাকা মেডিকেল কলেজ থেকে ৯ বছরের জুনায়েত ও ইউনাইটেড হাসপাতাল থেকে উমায়ের নূর আসফিক (১১) নামে আরও দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। লুবানা হাসপাতালে রয়েছে একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ।
আহত ৬৯ জনের মধ্যে রয়েছেন:
৪১ শিক্ষার্থী, ৫ শিক্ষক, ১৪ সেনাসদস্য, একজন স্কুল স্টাফ, একজন ফায়ার ফাইটার, একজন পুলিশ সদস্য, একজন আয়া, একজন ইলেকট্রিশিয়ান এবং অন্য আরও চারজন।
এদিকে, দুর্ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকতে বলেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ে। উড্ডয়নের মাত্র ১২ মিনিট পরই দুর্ঘটনাটি ঘটে। এককভাবে ফ্লাইট পরিচালনাকারী লেফটেন্যান্ট তৌকির অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, আর সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়।
ভিওডি বাংলা/ আরিফ
মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহেরীন চৌধুরীর সমাধিতে পুষ্পস্তবক …

এগিয়ে যাচ্ছে জাতীয় সনদ প্রক্রিয়া : আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, আজকের আলোচনা …

বার্ন ইনস্টিটিউটে ১১ জনের মৃত্যু, চিকিৎসাধীন ৪৪
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় …
