• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি    ২৩ জুলাই ২০২৫, ০৯:০৩ পি.এম.
গ্রেপ্তারকৃত আসামী । ছবি: সংগৃহিত

রাজবাড়ী সদর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) দিনভর সদর থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হলো, সদর উপজেলার পূর্ব ধুঞ্চি গ্রামের মৃত ওসমান আলীর ছেলে মো. মাজেদ আলী, জমির উদ্দিনের ছেলে মো. ওমর আলী, চর নারায়ণপুর গ্রামের মৃত সোনাই সরদারের ছেলে জলিল সরদার ও খলিল সরদার, চর লক্ষীপুর গ্রামের রহিম মিয়ার ছেলে মো. সুজন মিয়া এবং মৃত সকিমুদ্দিন সেখের ছেলে মো. আব্দুল লতিফ সেখ।
 
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল এবং তারা দীর্ঘদিন পলাতক ছিলেন। থানার এসআই মো. মিকাইল হোসেন, এএসআই মো. ফরিদ মিয়া ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে পরিচালিত অভিযানে আসামিদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে যথাযথ প্রক্রিয়ায় পুলিশ স্কটের মাধ্যমে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।”
 
তিনি আরও জানান, "জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন কার্যক্রমে পুলিশ সদা তৎপর রয়েছে। পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।"
 
ভিওডি বাংলা/কামাল হোসেন/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিশোরগঞ্জে এনসিপির লোক ভেবে সাংবাদিকের উপর হামলা
কিশোরগঞ্জে এনসিপির লোক ভেবে সাংবাদিকের উপর হামলা
মরদেহ পোড়ানোর ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না : অতিরিক্ত ডিআইজি
মরদেহ পোড়ানোর ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না : অতিরিক্ত ডিআইজি
রাজশাহী থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
রাজশাহী থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ