• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী গুনাগরী সার্ভিসিং সেল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক উন্নয়ন সভা শেরপুরে বিজিবির ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার জুলাই ৩৬ হলের ১৫ ছাত্রী ফুলবাড়ীতে  চরাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে  কিশোরী ও অভিভাবক সমাবেশ গোয়ালন্দে জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব : নাছির দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার

জামায়াত আমির

দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে

সিলেট প্রতিনিধি:    ২৩ জুলাই ২০২৫, ০৯:৫০ পি.এম.

নির্বাচন বিলম্বিত হলে জটিলতা সৃষ্টি হবে জানিয়ে জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে। আশা করছি, আগামী বছরের প্রথম অংশে নির্বাচন হবে। তবে, অতীতের বস্তাপচা ধারার কোনো নির্বাচন আমরা চাই না এবং মেনে নেব না।’

বুধবার (২৩ জুলাই) বিকালে সিলেটের বিয়ানীবাজার পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে জামায়াতে ইসলামীর জনশক্তি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির ড. শফিকুর রহমান বলেন, ‘নির্বাচন হতে হবে স্বচ্ছ। সমতল মাঠ নিশ্চিত করেই নির্বাচন করতে হবে। প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে, কোনো মাস্তানতন্ত্র চলবে না, কালো টাকার খেলা মানব না। এগুলো নিশ্চিত করে আগামী বছরের প্রথম অংশে নির্বাচন আয়োজন করতে হবে।

স্থানীয় নির্বাচন আগে দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘দুর্ভোগ কমানোর জন্য আমরা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছি। বহু জায়গায় জনপ্রতিনিধি নাই, জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।’

প্রবাসীদের ভোটাধিকারের দাবি জানিয়ে জামায়াত আমির বলেন, ‘আমরা প্রবাসীদের ভোটাধিকার চেয়েছি। এই গণ-অভ্যুত্থান আমরা একা করিনি।আমাদের প্রবাসীরাও এতে সমান কৃতিত্বের দাবিদার। তাদের ভোট দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’

আল্লাহর ইচ্ছায় স্বৈরাচার আওয়ামী সরকারের পতন হয়েছে মন্তব্য করে ড. শফিকুর রহমান বলেন, ‘আমরা গভীরভাবে বিশ্বাস করি আল্লাহ তায়ালার একান্ত ইচ্ছায় এ পরিবর্তন হয়েছে। আর জমিনের দায়িত্ব ও কৃতিত্ব বাংলাদেশের ১৮ কোটি মানুষের। আমরা কাউকে কোনো মাস্টারমাইন্ড মানি না এবং নিজেদেরও মাস্টারমাইন্ড দাবি করি না। যদি আমরা নিজেদের মাস্টারমাইন্ড বলি, তবে বাকি সবাইকে আন্ডারমাইন্ড করা হবে।’

তরুণদের কাজে লাগানোর কথা জানিয়ে তিনি বলেন, ‘অনেক দেশে ৪২ শতাংশের বেশি জনশক্তি রয়েছেন, যাদের বয়স ৭০ বছরের বেশি। আমাদের দেশে ৩৫ বছরের নিচে যাদের বয়স তাদের সংখ্যা বেশি। এরাই ক্রিয়েটিভ, এরাই একটা সমাজকে গড়ে দিতে পারে। এদের ওপর নির্ভর করেই যুগে যুগে সমাজে পরিবর্তন এসেছে। এটা বিশাল একটা শক্তি আমাদের দেশের।’ 

জামায়াত আমির আরো বলেন, ‘আমাদের মাটির নিচে আল্লাহ সম্পদ দিয়েছেন। মাটির ওপরেও দিয়েছেন। সমুদ্রের তলেও আল্লাহ সম্পদ দিয়েছেন। কিন্তু এত সম্পদ দেওয়ার পরেও কেন আমরা দেশটা গড়তে পারলাম না। কেন একটি ইনসাফভিত্তিক সমাজ আমরা গত ৫৪ বছরে পেলাম না। উত্তর একটাই, একটা সম্পদের কারণে আমরা পারিনি—সেটি হচ্ছে চারিত্রিক সম্পদ।’

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধারণ করতে হবে- জাগপা
ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধারণ করতে হবে- জাগপা
শুধু রাজনৈতিক গণতন্ত্রায়ণের মাধ্যমে দেশ এগিয়ে যাবে না : আমীর খসরু
শুধু রাজনৈতিক গণতন্ত্রায়ণের মাধ্যমে দেশ এগিয়ে যাবে না : আমীর খসরু
নির্বাচন প্রক্রিয়া তরান্বিত করতে বলেছে বিএনপি
নির্বাচন প্রক্রিয়া তরান্বিত করতে বলেছে বিএনপি