• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী গুনাগরী সার্ভিসিং সেল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক উন্নয়ন সভা শেরপুরে বিজিবির ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার জুলাই ৩৬ হলের ১৫ ছাত্রী ফুলবাড়ীতে  চরাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে  কিশোরী ও অভিভাবক সমাবেশ গোয়ালন্দে জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব : নাছির দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার

শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব : নাছির

রাজশাহী ক্যাম্পাস প্রতিনিধি:    ২৩ জুলাই ২০২৫, ০৯:৫৫ পি.এম.

‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাতীয় সংগীতের চর্চাকে বাধাগ্রস্ত করে’ এমন অভিযোগ এনে সংগঠনটির সঙ্গে কোনো ছাত্রসংগঠনের ঐক্য সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

বুধবার (২৩ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শাখা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত জুলাই শহীদ স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাছির উদ্দিন বলেন, ‘কিছুদিন আগে শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একটি আন্দোলনে ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়। সেখানে তারা জানায়, আন্দোলন চলবে ঠিকই, তবে জাতীয় সংগীত গাওয়া যাবে না। যারা বাংলাদেশের জাতীয় সংগীত গাইতে দেয় না, তাদের সঙ্গে কিভাবে ঐক্য হতে পারে, তা আমি বুঝি না।’

ছাত্রলীগ ও শিবিরের মধ্যকার ‘কৌশলগত সম্পর্ক’ রয়েছে বলেও দাবি করেন তিনি। নাছির বলেন, ‘ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে যদি ছাত্রদল পুলিশে দেয়, তাহলে দেখা যায়, ছাত্রশিবির এসে তাকে ছাড়িয়ে নিচ্ছে। এটি তাদের কৌশল। ছাত্রলীগের পরিচয়ে তারা রাজনীতি করে, পরবর্তীতে শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বে চলে যায়। এই চিত্র আমরা গাজীপুর, চকবাজার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও দেখেছি।’

তিনি দাবি করেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে ছাত্রলীগের এক দুর্ধর্ষ ক্যাডারকে পরবর্তীতে সোহরাওয়ার্দী হল শাখা শিবিরের সভাপতির দায়িত্বে দেখা গেছে।’

আলোচনায় ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মো. জহির রায়হান আহমেদ বলেন, ‘গত বছর এই সময় সারা দেশে চতুর্থ দিনের মতো কারফিউ ছিল। ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা কেউ বাসায় থাকতে পারিনি, বাসা-বাড়িতে তল্লাশি চালিয়ে আমাদের ধরে নিয়ে যাওয়া হয়েছিল। এই জুলাই অভ্যুত্থান এক দিনে রচিত হয়নি, এর পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রাম।’

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ‘আমরা যে প্রত্যাশা নিয়ে ৫ আগস্টের পর রাজনীতি শুরু করেছিলাম, তা সবচেয়ে বেশি নষ্ট করেছে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির। দেশে যখনই অস্থিরতা দেখা দেয়, তখনই দেখা যায় এসব সংগঠনের সরাসরি বা পরোক্ষ সংশ্লিষ্টতা।’

সভায় জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে এবং ঢাকায় সম্প্রতি অনুষ্ঠিত বিমান দুর্ঘটনায় হতাহতদের উদ্দেশে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরদার রাশেদ আলী।

আলোচনাসভায় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, ইউট্যাবসহ বিএনপিপন্থী বিভিন্ন শিক্ষক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের জন্য জাবি শিবিরের দোয়া মাহফিল
বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের জন্য জাবি শিবিরের দোয়া মাহফিল
বিমান দুর্ঘটনায় হতাহতের মাগফিরাত কামনায় বেরোবিতে বিশেষ দোয়া
বিমান দুর্ঘটনায় হতাহতের মাগফিরাত কামনায় বেরোবিতে বিশেষ দোয়া
ইবি শিক্ষার্থীর মৃত্যুকে ঘিরে রহস্য : প্রধান ফটক অবরোধ
ইবি শিক্ষার্থীর মৃত্যুকে ঘিরে রহস্য : প্রধান ফটক অবরোধ