টপ নিউজ
কালকিনিতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, জরিমানা ৯০ হাজার টাকা
মাদারীপুর প্রতিনিধি
২৪ জুলাই ২০২৫, ০১:১৭ পি.এম.


কালকিনি নদীতে অবৈধ বালু উত্তোলন অভিযান । ছবি: সংগৃহিত
মাদারীপুরের কালকিনিতে নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনটি মামলায় মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (২৩ জুলাই) দুপুরে কালকিনি উপজেলা উপজেলার তিনটি ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
কালকিনি উপজেলা প্রশাসন, র্যাব, পুলিশ এবং আনসার বাহিনীর সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা যায়, বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত কালকিনি উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পৃথক তিনটি মামলায় মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে অভিযানে নেতৃত্ব প্রদানকারী কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন জানান, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে বিভিন্ন মাধ্যমে জানতে পেরে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় তিনটি ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়।
পরে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে তিনটি মামলায় ৯০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। নদী ভাঙ্গন রোধে ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আগামীতেও প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ভিওডি বাংলা/এস এম রাসেল/এম
বরগুনায় সংরক্ষিত বনাঞ্চল দখলের মহোৎসব
বরগুনা ও পটুয়াখালী বনাঞ্চলের অধিকাংশ এলাকায় প্রতিদিন সংরক্ষিত বনভূমির শত …

রাজবাড়ীতে এক হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
রাজবাড়ীর কালুখালী উপজেলার দুর্গাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে এক হাজার পিস …

দায়িত্বরত চিকিৎসক না থাকায় রুগীর মৃত্যু!
২৫০ শয্যা বিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ডা. কালিপদ …

নিদ্রা সমুদ্র সৈকত ও নিদ্রা চড়: বরগুনার তালতলীর লুকায়িত সৌন্দর্য
বরগুনা জেলার তালতলী উপজেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের এক …
