• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাইলস্টোন ট্র্যাজেডি: ঝরে গেল আরেক শিক্ষার্থী

   ২৪ জুলাই ২০২৫, ০৪:৩২ পি.এম.
মাহতাব রহমান (১৫)। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী মাহতাব রহমান (১৫) মারা গেছে। স্কুলটির সপ্তম শ্রেণিতে ইংলিশ ভার্সনে পড়ত সে।

বৃহস্পতিবার বেলা ১টা ৫০ মিনিটের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
 
তিনি জানান, মাহতাবের শ্বাসনালীসহ শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল। ক্রিটিকাল অবস্থায় ছিল, আইসিইউতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে। 

এ নিয়ে ঘটনাটিতে ইনস্টিটিউট ১২ জনের মৃত্যু হলো।
 
দগ্ধ মাহতাব কুমিল্লার দেবিদ্বার উপজেলার চুলাশ ভূঁইয়া বাড়ির মিনহাজুর রহমানের একমাত্র ছেলে। উত্তরায় এলাকায় থাকে পরিবারটি।
 
মাহতাবের বাবা মিনহাজুর রহমান ভূঁইয়া বলেন, তিনিই প্রতিদিন মাহতাবকে প্রতিদিন স্কুলে আনা-নেওয়া করতেন। সোমবারও ছেলেকে আনতে যান তিনি। কিন্তু বিমান বিধ্বস্তের আগুনে দগ্ধ হয় সে। পরবর্তীতে দগ্ধ অবস্থায় সেনাবাহিনী তাকে উদ্ধার করে। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৩ জনের মৃত্য হয়েছে।  

ভিওডি বাংলা/ডিআর
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডাকসু নির্বাচন মডেল হিসেবে কাজ করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ডাকসু নির্বাচন মডেল হিসেবে কাজ করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সাবেক সচিব মোহাম্মদ শফিকুল গ্রেপ্তার
সাবেক সচিব মোহাম্মদ শফিকুল গ্রেপ্তার
প্রযুক্তি নির্ভর নজরদারিতে আসছে দেশের বনাঞ্চল : রিজওয়ানা হাসান
প্রযুক্তি নির্ভর নজরদারিতে আসছে দেশের বনাঞ্চল : রিজওয়ানা হাসান