• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দিল্লিতে ‘গণহত্যা’ বিষয়ে আ.লীগের সংবাদ সম্মেলন স্থগিত

   ২৪ জুলাই ২০২৫, ০৫:০৯ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ভারতের রাজধানী দিল্লিতে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত তা স্থগিত করেছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা ও সাবেক মন্ত্রীরা। বিতর্কিত এ সম্মেলনে ‘বাংলাদেশে গণহত্যা’ ইস্যুতে বক্তব্য দেওয়ার কথা ছিল তাদের।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ‘বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ (বিএইচআরডব্লিউ)’ নামের একটি অজানা সংগঠনের ব্যানারে স্থানীয় সময় বুধবার বিকেল সাড়ে ৫টায় দিল্লিতে সম্মেলনটি হওয়ার কথা ছিল। আয়োজক মোহাম্মদ আলী সিদ্দিকী নিজেকে সংগঠনটির যুক্তরাষ্ট্র শাখার মহাসচিব হিসেবে পরিচয় দিয়েছেন।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের একাধিক সাবেক শীর্ষ নেতা—যেমন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ এবং মহিবুল হাসান চৌধুরী নওফেলের উপস্থিত থাকার কথা ছিল বলে জানা গেছে। তারা সম্প্রতি দিল্লি সফরও করেছেন।

তবে সাংবাদিকরা যখন সম্মেলনস্থলে জড়ো হয়েছেন, তখন আয়োজক সিদ্দিকী এক বিবৃতিতে জানান, ঢাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। ওই দুর্ঘটনায় ৩৫ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই শিশু।

এদিকে দিল্লির কূটনৈতিক সূত্র জানিয়েছে, বাংলাদেশ সরকার এ ধরনের বিতর্কিত আয়োজন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনানুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছে। কারণ, আগামী ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের এক বছর পূর্ণ হচ্ছে, এবং ঠিক এই সময় এমন একটি অনুষ্ঠান ভারত-বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভারত সরকার এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেয়নি।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর নেওয়া হচ্ছে ওসমান হাদিকে
উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর নেওয়া হচ্ছে ওসমান হাদিকে
এলাকার উন্নয়নে ঐক্যের আহ্বান হাবিবের
ঢাকা-৯ এলাকার উন্নয়নে ঐক্যের আহ্বান হাবিবের
ধর্ম কোনো টিকিট বিক্রির বিষয় নয়: আলাল
ধর্ম কোনো টিকিট বিক্রির বিষয় নয়: আলাল