• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘টাকা তুলে হাসিনাকে আবার ফেরাবো’ বলা তরুণসহ গ্রেপ্তার ৪

   ২৪ জুলাই ২০২৫, ০৫:৩৫ পি.এম.
শাকিল মিয়া। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সচিবালয়ে হামলা, গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। এদের মধ্যে রয়েছেন সেই তরুণ শাকিল মিয়া, যিনি আন্দোলনের সময় বলেছিলেন – ‘যদি শিক্ষা উপদেষ্টা পদত্যাগ না করেন, আমরা সবাই টাকা তুইলা শেখ হাসিনারে আবার বাংলাদেশে আনবো।’

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতারদের আদালতে তোলা হবে এবং তাদের কারাগারে পাঠানোর আবেদন করা হবে।

গ্রেফতারকৃতরা হলেন:

  • আশিকুর রহমান তানভীর (১৯), ব্রাহ্মণবাড়িয়া

  • জেফরী অভিষেক সিকদার (২১), বরিশাল

  • আবু সুফিয়ান (২১), কুমিল্লা

  • শাকিল মিয়া (১৯), কুমিল্লা

শিক্ষাগত পটভূমিতে দেখা যায়, জেফরী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে, সুফিয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ব্যবসা বিভাগে, আর আশিকুর ও শাকিল এইচএসসি পরীক্ষার্থী।

গত ২২ জুলাই রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করে। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে তারা সচিবালয়ে ঢুকে পড়ে এবং হামলা চালায়। মামলার এজাহারে বলা হয়, হামলাকারীরা পুলিশের ওপর ইটপাটকেল ছুঁড়ে হত্যাচেষ্টা করে এবং সরকারি যানবাহন ভাঙচুর করে।

মামলায় অজ্ঞাতনামা এক হাজার থেকে ১২০০ জনকে আসামি করা হয়। আদালত মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৮ আগস্ট দিন ধার্য করেছেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আমার সায়েরকে খুঁজে পাচ্ছি না’
‘আমার সায়েরকে খুঁজে পাচ্ছি না’
‘আমার রোহান যন্ত্রণায় কাতরাইতাছে রে’
‘আমার রোহান যন্ত্রণায় কাতরাইতাছে রে’
ফার্মগেট স্টেশনে আটকে গেল মেট্রোরেল
ফার্মগেট স্টেশনে আটকে গেল মেট্রোরেল