• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গুজব ছড়ানো বড় অপরাধ: আসিফ নজরুল

   ২৪ জুলাই ২০২৫, ০৫:৪৪ পি.এম.
প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনার প্রেক্ষিতে শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ঘটনার পর তাদের প্রতি মাইলস্টোনের শিক্ষার্থীদের কোনো ক্ষোভ ছিল না। বরং শিক্ষার্থীরা সর্বাত্মক সহযোগিতা করেছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত জানাতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, মাইলস্টোন স্কুলের যারা ছাত্র, তারা আমাদের প্রতি ক্ষুব্ধ ছিলেন না। বরং আমরা যখন বের হওয়ার চেষ্টা করছিলাম, তখন স্কুলের দুজন ছাত্র আমাদের সঙ্গে গাড়িতে ছিলেন। ওখানে মাইলস্টোনের যারা ছিলেন, আমাদের সহযোগিতা করেছেন। কিছু মানুষ উত্তেজিত ছিল, মানুষের স্বাভাবিক ক্ষোভ কাজ করেছে, এ রকম একটি ঘটনায় এমন কিছু হতেই পারে। তবে আমরা বিষয়টি বড় করে দেখছি না।

তিনি বলেন, এত শোকাবহ একটি পরিস্থিতিতে কেউ গুজব ছড়ালে তা বড় অপরাধ। কিছু সাংবাদিককে দেখেছি, যারা দায়িত্বহীনভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন, তাদের এক্সপোজ করছেন। এটা আমাদের হৃদয় ভেঙে যাওয়ার মতো সময়। যারা গুজব ছড়াচ্ছেন, তারা সবচেয়ে বড় অপরাধ করছেন। সরকার হিসেবে আমরা অত্যন্ত সহনশীল; চেষ্টা করি শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দিতে। কিন্তু সবাইকে বুঝতে হবে, নিশ্চিত তথ্য ছাড়া কিছু বলা বিপজ্জনক।

আসিফ নজরুল আরও বলেন, স্কুলেই তথ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে নিয়মিত তথ্য দেওয়া হচ্ছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে কিছু বলা হচ্ছে না, স্কুল কর্তৃপক্ষও নয়। অথচ আজ একটি ভিডিওতে দেখা গেল, অন্য স্কুল থেকে আসা এক ছাত্রী বলছে— ক্লাস থ্রির মেয়েটি তার বন্ধু! এসব উদ্ভট ও ভিত্তিহীন। মিডিয়াকে বলছি, আপনারা শক্তিশালী ও স্বাধীন, আপনারা গুজব রুখে দিন।

তিনি জানান, –ঘটনার সময় মাইলস্টোনের শিক্ষকরা রেজিস্টার বের করে শিক্ষার্থীদের দিয়েছেন, যেন নিজেরা চেক করতে পারে। স্কুলের প্রতিটি ছাত্র-ছাত্রীর তথ্য সেখানে রয়েছে। এমন নয় যে এটা লঞ্চডুবির মতো দুর্ঘটনা, যেখানে নিখোঁজের খোঁজ মেলেনি। এখানে সব তথ্য সুনির্দিষ্টভাবে সংরক্ষিত।

এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, –এত বড় ঘটনার পর মানুষের মনে ক্ষোভ থাকা স্বাভাবিক। আমরা যেহেতু অবরুদ্ধ ছিলাম, তাই দুঃখ, হতাশা, ক্ষোভ থাকা স্বাভাবিক। কিন্তু আমরা চাইনি আমাদের বের করতে কোনো শক্তি প্রয়োগ হোক। শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের চেষ্টা করেছি।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজা সংকট নিয়ে বাংলাদেশের সঙ্গে ইরানের ফোনালাপ
গাজা সংকট নিয়ে বাংলাদেশের সঙ্গে ইরানের ফোনালাপ
শাহজালাল বিমানবন্দরে প্রবেশে নতুন নিয়ম জারি
শাহজালাল বিমানবন্দরে প্রবেশে নতুন নিয়ম জারি
প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের জন্য বাসা খোঁজা হচ্ছে
প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের জন্য বাসা খোঁজা হচ্ছে