শেখ হাসিনার মামাত ভাই হিরা কারাগারে


আদালত প্রতিবেদক
জুলাই আন্দোলনকেন্দ্রিক আমির হোসেন হত্যা মামলায় যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ ওয়ালিদুর রহমান হিরাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক মো. মাসুদ রানা হিরাকে কারাগারে রাখার আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করলেও বিচারক তা নাকচ করে দেন।
পূর্বে বুধবার (২৩ জুলাই) রাজধানীর ভাটারা এলাকা থেকে হিরাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৫ আগস্ট ‘জুলাই আন্দোলন’-এর সময় উত্তরা পশ্চিম থানাধীন জসিম উদ্দিন রোডে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়েছিলেন আমির হোসেন। বিকাল সাড়ে ৪টার দিকে সেখানেই গুলিবিদ্ধ হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান তিনি।
এ ঘটনায় নিহতের বাবা খোরশেদ আলম বাদী হয়ে গত ২ নভেম্বর উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ ওয়ালিদুর রহমান হিরা ৬৭ নম্বর এজাহারনামীয় আসামি।
এ মামলার তদন্ত এখনও চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ সূত্র।
ভিওডি বাংলা/ডিআর
পুরো দেশটাই এখন লাইফ সাপোর্টে: আদালতে বিচারক
আদালত প্রতিবেদক
বাংলাদেশ সচিবালয়ে ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার …

মধ্যস্থতার পর ইংলিশ মিডিয়ামের মেয়ের মামলা খারিজ
আদালত প্রতিবেদক
শারীরিক ও মানসিক হেনস্তা থেকে নিজের সুরক্ষা চেয়ে …
