• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধ আরও এক শিশুর মৃত্যু

ভিওডি বাংলা ডেস্ক    ২৪ জুলাই ২০২৫, ০৮:৩২ পি.এম.
সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল ১৩ জন।

সর্বশেষ বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যায় মাহিয়া তাসনিম মায়া (১৫)। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল এবং উত্তরা ১৮ নম্বর সেক্টরে পরিবারের সঙ্গে বসবাস করত। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গায়।

এর আগে দুপুর ১টা ৫২ মিনিটে মারা যায় একই প্রতিষ্ঠানের নবম শ্রেণির শিক্ষার্থী মাহতাব রহমান ভূঁইয়া (১৪)।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, “মাহিয়ার শরীরের প্রায় ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।” বর্তমানে সেখানে ৪২ জন চিকিৎসাধীন আছেন, যাদের মধ্যে ৬ জন আইসিইউতে।

গত সোমবার দুপুরে মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। শুরুতে আইএসপিআর জানায়, ঘটনায় ৩১ জন নিহত ও ১৬৫ জন আহত হয়েছেন। পরে আরও তিনজন মারা গেলে নিহতের সংখ্যা দাঁড়ায় ৩৪-এ।

তবে নিহতের সংখ্যা নিয়ে বিভিন্ন সূত্র থেকে ভিন্ন ভিন্ন তথ্য এসেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সকাল সাড়ে ১০টার হালনাগাদ তথ্যমতে, নিহতের সংখ্যা ২৯। বিকেলে বার্ন ইনস্টিটিউটে আরও দুজনের মৃত্যু হওয়ায় তা বেড়ে দাঁড়ায় ৩১। অন্যদিকে, মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা ২৪।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ে। উড্ডয়নের মাত্র ১২ মিনিট পরই দুর্ঘটনাটি ঘটে। এককভাবে ফ্লাইট পরিচালনাকারী লেফটেন্যান্ট তৌকির অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, আর সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজা সংকট নিয়ে বাংলাদেশের সঙ্গে ইরানের ফোনালাপ
গাজা সংকট নিয়ে বাংলাদেশের সঙ্গে ইরানের ফোনালাপ
শাহজালাল বিমানবন্দরে প্রবেশে নতুন নিয়ম জারি
শাহজালাল বিমানবন্দরে প্রবেশে নতুন নিয়ম জারি
প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের জন্য বাসা খোঁজা হচ্ছে
প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের জন্য বাসা খোঁজা হচ্ছে