• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিবেদক    ২৪ জুলাই ২০২৫, ০৯:৩৬ পি.এম.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শহিদদের স্মরণে ছাত্রদলের দোয়া ও মাহফিল

জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ ও মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আসর এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের ইমাম ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন।

অনুষ্ঠানে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘মসজিদ একটি পবিত্র স্থান। কিন্তু একটি গোষ্ঠী মসজিদকে রাজনৈতিক কার্যক্রমের কেন্দ্র হিসেবে ব্যবহার করছে। ফজরের নামাজের পর তারা মসজিদে মিটিং করে এবং অশোভন আচরণে জড়ায়। আমরা ইসলামের ধারক-বাহকদের শ্রদ্ধা করি, তবে মসজিদ যেন রাজনীতির কেন্দ্র না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।’ তিনি জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের স্মরণ এবং মাইলস্টোনে নিহত শিশুদের জন্য দোয়া কামনা করেন।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, ‘জুলাই-আগস্ট অভ্যুত্থানের শহীদদের স্মরণে আমাদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। এরই মধ্যে মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ৩২ জন শহীদ হয়েছে। আমরা তাদের জন্যও দোয়া করছি এবং শহীদদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

তিনি আরও অভিযোগ করেন, ‘জুলাই-আগস্ট অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার এখনো শুরু হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অভ্যুত্থানবিরোধী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।’ অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এম 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রিজভীর স্বাক্ষর জাল করে কমিটি বিলুপ্তির বিজ্ঞপ্তি
রিজভীর স্বাক্ষর জাল করে কমিটি বিলুপ্তির বিজ্ঞপ্তি
শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে : নাহিদ ইসলাম
শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে : নাহিদ ইসলাম
মাইলস্টোন ট্র্র্যাজেডিতে শহীদ পরিবারের পাশে রিজভী
মাইলস্টোন ট্র্র্যাজেডিতে শহীদ পরিবারের পাশে রিজভী