টপ নিউজ
মাদকের বিরুদ্ধে কলাবাড়িয়া একতা যুব সঙ্গের মানববন্ধন অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি
২৪ জুলাই ২০২৫, ০৯:৪১ পি.এম.


মাদকের বিরুদ্ধে কলাবাড়িয়া একতা যুব সঙ্গের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে কলাবাড়িয়া ব্রিজ এর পূর্বপার কালিয়া চাপাইল সড়কের উপর।
বৃহস্পতিবার (২৪ জুলাই ) বিকাল ৬ টার দিকে নড়াইলে নড়াগাতী থানার কলাবাড়িয়া ব্রিজ এর পূর্বপার বাজারে কালিয়া চাপাইল সড়কের উপর এলাকার বিভিন্ন পেশাজীবি মানুষ ও একতা যুব সঙ্গের সদস্যবৃন্দ, উপস্থিত ছিলেন এ মানববন্ধনে।
মানববন্ধনে বক্তব্য রাখেন নড়াগাতী থানা বিএনপির সদস্য মুন্সি জামাল, নড়াগাতী থানার বিএনপির সদস্য মোঃ হাসান শেখ , কলাবাড়িয়া ০১ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ও বি এন পির নেতা মোঃ বদরুল আলম বাবুল মিনা, মোঃ মতিউর রহমান মল্লিক , ওয়াসিকুর রহমান শেখ অবসর পুলিশ কর্মকর্তা, স্থানীয় বিএনপির নেতা বুলবুল ফকির ও এলাকার বিশিষ্ট সমাজ সেবক মোঃ সবুর মোল্লা ।
বক্তব্যে সবাই বলেন মাদকের বিরুদ্ধে সবাই এক হয়ে কাজ করতে হবে । যেখানে মাদকের গন্ধ বের হবে সেখানে যেয়ে প্রতিহত করতে হবে । মাদক যে বিক্রি করে ও যে সেবন করে তাকে প্রথমে বুঝানোর চেষ্টা করা হবে , না বুঝলে এলাকার সবাই মিলে তার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে হবে মানববন্ধনে সবাই এ কথা সমর্থন করেন। মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন মোঃ শারাফাত মোল্লা।
ভিওডি বাংলা/মোঃ মাহফুজুর রহমান/এম
রাতে নৌকা ঝুলিয়ে দেওয়া সেই আ. লীগ কর্মী আটক
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাঁশ ও কাপড় দিয়ে তৈরি একটি নৌকা রাতের …

ব্যানারে নেতার ছবি না থাকায় বিএনপির অফিস ভাঙচুর
কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদার ছবি না থাকায় …

দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ নেতার পদত্যাগ
গোপালগঞ্জের সদর উপজেলায় দুধ দিয়ে গোসল করে দল থেকে পদত্যাগ …
