বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় শ্রমিকলীগের নেতা গ্রেপ্তার


বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় বাগেরহাট জেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন খান ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।
সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মনির হোসেন পাসপোর্ট নিয়ে ভারতে প্রবেশের জন্য বেনাপোল ইমিগ্রেশনে গেলে ইমিগ্রেশন পুলিশের কাছে তার আচরণ সন্দেহজনক মনে হয়। জিজ্ঞাসাবাদে কথার গরমিল হলে তাকে গ্রেফতার করা হয়।
তিনি বাগেরহাট সদর উপজেলার নাগেরবাজার এলাকার বাসিন্দা মুসলিম খানের ছেলে। পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় একাধিক মামলা রয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি ইলিয়াস হোসেন মুন্সী জানান, "মনির হোসেন খান ইমিগ্রেশনে প্রবেশ করলে তার চলাফেরা সন্দেহজনক মনে হয়। জিজ্ঞাসাবাদে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত থাকার বিষয়টি অস্বীকার করেন। এরপর তার পাসপোর্ট যাচাই-বাছাই করে দেখা যায়, তিনি পুলিশের কালো তালিকাভুক্ত পলাতক আসামি।"
পরে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, পরবর্তীতে তাকে আইনি প্রক্রিয়ায় বাগেরহাট সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
ভিওডি বাংলা/জুবায়ের হোসেন/এম
রাতে নৌকা ঝুলিয়ে দেওয়া সেই আ. লীগ কর্মী আটক
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাঁশ ও কাপড় দিয়ে তৈরি একটি নৌকা রাতের …

ব্যানারে নেতার ছবি না থাকায় বিএনপির অফিস ভাঙচুর
কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদার ছবি না থাকায় …

দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ নেতার পদত্যাগ
গোপালগঞ্জের সদর উপজেলায় দুধ দিয়ে গোসল করে দল থেকে পদত্যাগ …
