টপ নিউজ
পাকুন্দিয়া
তারাকান্দি ফাজিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি : আবদুস সালাম
কিশোরগঞ্জ প্রতিনিধি
২৪ জুলাই ২০২৫, ১০:৩৬ পি.এম.


বিএনপি চেয়ার পারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আবদুল সালাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়ার ঐতিহ্যবাহী তারাকান্দি ফাজিল মাদ্রাসার গভর্ণিং বডি সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক ঢাকা মহানগর বিএনপির সভাপতি ও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এ মাদ্রাসার জন্য ১৪ জুলাই এক বিজ্ঞপ্তির মাধ্যমে তার মনোনয়নের কথা জানানো হয়।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয়ের অনুমতিক্রমে রেজিষ্টার মোঃ আইউব হোসেন কতৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন করা হয়। এতে বিদ্যুৎ সাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন পাকুন্দিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।
বিজ্ঞপ্তিতে বলা হয়,উপর্যুক্ত বিষয় ও সূত্রে বর্ণিত আবেদনের প্রেক্ষিতে তারাকান্দি ফাজিল মাদরাসা, কিশোরগঞ্জ এর গভর্নিং বডির সভাপতি হিসেবে জনাব মোঃ আব্দুস সালাম, পিতা- মোঃ আব্দুল মজিদ, বাসা- হোল্ডিং-১৬২/১ শান্তি নগর, পল্টন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা এবং বিদ্যোৎসাহী প্রতিনিধি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, পাকুন্দিয়া, কিশোরগঞ্জকে মনোনয়ন দেওয়া হলো। এ মনোনয়ন বিশ্ববিদ্যালয়ের স্বার্থে বিধি মোতাবেক পরিবর্তন/বাতিল করা যাবে।
এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য এক বিশাল সম্মান ও গৌরবের বিষয়। পাকুন্দিয়ার তারিকান্দি ফাজিল মাদ্রাসা এ অঞ্চলের ধর্মীয় ও আধুনিক শিক্ষার অন্যতম অগ্রণী প্রতিষ্ঠান। আমি চেষ্টা করব মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় সম্পৃক্ত করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে।
বিএনপি চেয়ারপার্সনের এই উপদেষ্টা আরও বলেন, মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা ছাড়া এই উন্নয়ন সম্ভব নয়। আমি বিশ্বাস করি, সবার সমন্বিত প্রচেষ্টায় আমরা মাদ্রাসাটিকে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে রূপ দিতে পারব, ইনশাআল্লাহ। শিক্ষার গুণগত মান উন্নয়ন, আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা প্রদানই হবে আমার প্রধান অঙ্গীকার।
জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূইয়া বলেন, আমরা এলাকাবাসীর পক্ষ থেকে নতুন সভাপতির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তার অভিজ্ঞতা ও দিকনির্দেশনায় মাদ্রাসা নতুন উচ্চতায় পৌঁছাবে। শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে তিনি সঠিক পরিকল্পনা বাস্তবায়ন করবেন বলে আমরা আশাবাদী।
তারাকান্দি ফাজিল মাদ্রাসার শিক্ষক মোঃ মোফাজ্জল হোসেন বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম শিক্ষানুরাগী এবং প্রশাসনিক কাজে দক্ষ ব্যক্তি। তার নেতৃত্বে মাদ্রাসার শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে বলে আমরা আশাবাদী।
তারাকান্দি ফাজিল মাদ্রাসা ইসলামি শিক্ষা ও প্রাচীন ঐতিহ্যের ধারক এ মাদ্রাসাটি দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বিশ্ববিদ্যালয়ের নিয়মনীতি মেনে গভর্নিং বডির সভাপতি হিসেবে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠানটির সুশাসন ও আধুনিকায়নে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
ভিওডি বাংলা/মোঃ ওমর সিদ্দিক রবিন/এম
রাতে নৌকা ঝুলিয়ে দেওয়া সেই আ. লীগ কর্মী আটক
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাঁশ ও কাপড় দিয়ে তৈরি একটি নৌকা রাতের …

ব্যানারে নেতার ছবি না থাকায় বিএনপির অফিস ভাঙচুর
কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদার ছবি না থাকায় …

দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ নেতার পদত্যাগ
গোপালগঞ্জের সদর উপজেলায় দুধ দিয়ে গোসল করে দল থেকে পদত্যাগ …
