• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুমারখালীতে ইউনিয়ন কাউন্সিল প্রস্তুতি নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি:    ২৫ জুলাই ২০২৫, ০২:৪২ পি.এম.

কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিকী সম্মলনে সার্চ কমিটির ১২ জনের মধ্যে ৬ জনকে বাদ দিয়ে স্বেচ্ছাচারিতার মাধ্যমে একতরফা কাউন্সিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে যদুবয়রা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার রাত ৯ টায় বাদ পড়া ৬ সদস্য সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন। এছাড়াও তারা দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী দিয়ে ভোটার তালিকা প্রস্তুত করা অভিযোগ করেন।

যদুবয়রা ইউনিয়ন পরিষদ এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ইউনিয়ন সার্চ কমিটির সদস্য রিপন আলী, নজরুল ইসলাম, জাহিদুল ইসলাম, ফারুক আহমেদ, নুরুল ইসলাম আসাদ ও জাহাঙ্গীর আলম মোহন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নুরুল ইসলাম আসাদ বলেন, ২৬ জুলাই যদুবয়রা ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিকী সম্মেলন ও কাউন্নিল। তবে উপজেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব ১২ সদস্য বিশিষ্ট সার্চ কমিটির ৬ জনকে বাদ দিয়ে লোক দেখানো বা নামমাত্র সম্মেলন করতে যাচ্ছে। যাদেরকে দিয়ে সম্মেলন বা কমিটি করতে যাচ্ছে, তারা বিগত দিনে আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে ছিলেন। তারা কমিটিতে আসলে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে। ২৬ তারিখের সম্মেলন স্থগিত করে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের দিয়ে সম্মেলন ও কাউন্সিল করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান ফোনে বলেন, ২৬ জু্লাই দ্বি বার্ষিক সম্মেলন ও কাউন্সিল। এখানে আমাদের হাত নেই। সিদ্ধান্ত নিয়েছে জেলা কমিটি। তার ভাষ্য, সংবাদ সম্মেলন করা ৬ জনকেও বিষয়টি জানানো হয়েছিল।

এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিনকে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়