• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গাজা সংকট নিয়ে বাংলাদেশের সঙ্গে ইরানের ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক    ২৫ জুলাই ২০২৫, ০৪:৪৪ পি.এম.
তৌহিদ হোসেন ও আব্বাস আরাগচি। ছবি : সংগৃহীত

গাজায় চলমান মানবিক বিপর্যয় ও ইসরায়েলি আগ্রাসন বন্ধে জরুরি আন্তর্জাতিক পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৃহস্পতিবার এক ফোনালাপে এ বিষয়ে আলোচনা করেন দুই নেতা।

ইরানি সংবাদ সংস্থা মেহেরের বরাত দিয়ে জানা গেছে, ফোনালাপে গাজা পরিস্থিতি ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু এবং বাংলাদেশ-ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। উভয় নেতা মনে করেন, গাজায় গণহত্যা বন্ধে ইসলামী দেশগুলোর আরও সুসমন্বিত ও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

ফোনালাপের সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ইসরায়েলের সাম্প্রতিক হামলা এবং ফিলিস্তিনিদের খাদ্য ও পানির মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা মানবাধিকারের চরম লঙ্ঘন। পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনাকে তিনি দখলদার সরকারের ‘ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র’ হিসেবে অভিহিত করেন।

তিনি গাজায় জরুরি মানবিক সহায়তা পাঠানোর ওপর জোর দেন এবং ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)সহ আন্তর্জাতিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’
অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’
কেরানীগঞ্জে জাবালে নূর টাওয়ারে আগুন
কেরানীগঞ্জে জাবালে নূর টাওয়ারে আগুন
হাদির হামলাকারীকে ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার
হাদির হামলাকারীকে ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার