• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মোহাম্মদপুরে দায়িত্বে অবহেলায় ৪ পুলিশ সদস্য বরখাস্ত

   ২৫ জুলাই ২০২৫, ০৪:৫৯ পি.এম.
মোহাম্মাদপুর থানা। ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে সাংবাদিক আহমাদ ওয়াদুদের ওপর ছিনতাইয়ের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে একজন এসআই, একজন এএসআই ও দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ছিনতাইয়ের ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগীর মোবাইল ফোনটি উদ্ধার করেছে এবং অভিযুক্তদের আটক করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে মোহাম্মদপুর এলাকায় সাংবাদিক আহমাদ ওয়াদুদের ওপর অতর্কিতে হামলা চালায় ছিনতাইকারীরা। তারা চাপাতি দিয়ে আঘাত করে তার মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আহত অবস্থায় সাংবাদিক ওয়াদুদ মোহাম্মদপুর থানায় গিয়ে ঘটনার বিস্তারিত জানান। কিন্তু দায়িত্বরত পুলিশ সদস্যরা সময়মতো ব্যবস্থা না নেওয়ায় দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠে।

ডিএমপি বলছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তাৎক্ষণিক তদন্ত করে অভিযুক্ত চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আমার সায়েরকে খুঁজে পাচ্ছি না’
‘আমার সায়েরকে খুঁজে পাচ্ছি না’
‘আমার রোহান যন্ত্রণায় কাতরাইতাছে রে’
‘আমার রোহান যন্ত্রণায় কাতরাইতাছে রে’
ফার্মগেট স্টেশনে আটকে গেল মেট্রোরেল
ফার্মগেট স্টেশনে আটকে গেল মেট্রোরেল