কিশোরগঞ্জে জুলাই পদযাত্রা নিয়ে যা জানালেন এনসিপি নেতারা


জুলাই গণঅভ্যুত্থানের পর স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষে দেশব্যাপী জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৬ জুলাই শনিবার প্রথমবারের মতো কিশোরগঞ্জে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
কর্মসূচির অংশ হিসেবে আগামী শনিবার জাতীয় নাগরিক পার্টি কিশোরগঞ্জ আয়োজন করেছে ঐতিহাসিক পদযাত্রার। ওই দিন বিকেল ৬ টায় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শহরের পুরাতন স্টেডিয়ামে জমায়েত হয়ে শুরু করবেন পদযাত্রা।
সাম্প্রতিক গণ বিপ্লবে নেতৃত্ব দেওয়া এই শক্তি রাজনৈতিক পরিচয়ে এবার দেশব্যাপী স্বপ্ন, প্রত্যয় ও পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে সরাসরি আসছে জনতার কাছে। পদযাত্রা শহরের পুরাতন স্টেডিয়াম থেকে শুরু করে পুরান থানা ইসলামী সুপার মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য প্রদান করবেন নেতৃবৃন্দ ।
প্রথমবারের মতো কিশোরগঞ্জের পদযাত্রায় কর্মসূচীতে অংশ নিচ্ছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এতে উপস্থিত থাকবেন গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা, এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
কিশোরগঞ্জে ২৬ জুলাই পদযাত্রা কর্মসূচি সফল ও বাস্তবায়নের লক্ষে আজ (২৫ জুলাই) শুক্রবার বিকাল পাঁচটায় কিশোরগঞ্জ জেলা এনসিপির উদ্যোগে আখড়া বাজার চত্বরে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলন।
জাতীয় নাগরিক পার্টির নেতারা সংবাদ সম্মেলনে বলেন পদযাত্রাকে ঘিরে কিশোরগঞ্জবাসীর মাঝে ব্যাপক উৎসাহ ও আগ্রহ দেখা যাচ্ছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আন্দোলনে নতুন গতি এনে দেবে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে আমরা মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে চাই। পুরনো চিন্তাধারা ভেঙে নতুন রাজনৈতিক ধারা গড়ে তুলতে জাতীয় নাগরিক পার্টি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মিডিয়ার শক্তিশালী ভূমিকা ও জনসম্পৃক্ততায় ২০২৪ সালের ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে। সেই পথচলার ধারাবাহিকতায় এই পদযাত্রাও গড়বে ইতিহাস।”
নেতারা আরও জানান, কিশোরগঞ্জে পদযাত্রাকে নির্বিঘ্ন করতে অবহিত করা হয়েছে প্রশাসনকে। নিরাপত্তাসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে ইতোমধ্যে।সংবাদ সম্মেলনে এসসিপি নেতৃবৃন্দ। কিশোরগঞ্জবাসীকে পদযাত্রায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন সবাই এগিয়ে আসুন আমাদের সঙ্গে একাত্ম হয়ে সামনের পথে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই হবে আমাদের পথ প্রদর্শক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলার আহবায়ক ইকরাম হোসেন , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা সদস্য সচিব মো: ফয়সাল প্রিন্স, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চল সংগঠক, খাইরুল কবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যুগ্ন আহ্বায়ক নীরব হাসান সুজন , বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রাতুল নাহিদ ভূঁইয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াজ ইবনে জসিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব শামসুর রহমানসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলার স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
পদযাত্রা বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলার আহ্বায়ক ইকরাম হোসেন বলেন পদযাত্রা নতুন এক ইতিহাস জন্ম দিবে বলে আমাদের বিশ্বাস। মুক্তিকামী মানুষের আশা আকংখা বাস্তবায়ন করতে চাই আমরা আপামর জনগনকে সাথে দীর্ঘ স্বৈরাচারী আমলে বঞ্চিত মানুষের মনে যে দীর্ঘশ্বাস ছিল, জুলাই বিপ্লবে এর ইতি হলেও সামনে পাড়ি দিতে হবে অনেক পথ। মানুষ এখন মন খুলে কথা বলতে পারছে, অধিকার তুলে ধরে দাবী আদায়ে কথা বলছে, সরকারের সমালোচনা করতে পারছে নির্ভয়ে, ভালো কাজের প্রশংসা করতে পারছে এসব অর্জন আমাদের গৌরবের ইতিহাস, তিনি বলেন স্বৈরাচারের দোসরা ঘাপটি মেরে ওঁৎ পেতে আছে দেশ ও জাতির ক্ষতির লক্ষে আমাদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে সাধারন জনগনকে সাথে নিয়ে আমাদের কিশোরগঞ্জের পদযাত্রা জনগনই শক্তি কিশোরগঞ্জ জনগন আমাদের পাশে আছে থাকবে, তাদের উপস্থিতিতে সফল ও সার্থক পদযাত্রা সম্পন্ন করবো আমরা।
ভিওডি বাংলা/ এমএইচ
বরগুনায় সংরক্ষিত বনাঞ্চল দখলের মহোৎসব
বরগুনা ও পটুয়াখালী বনাঞ্চলের অধিকাংশ এলাকায় প্রতিদিন সংরক্ষিত বনভূমির শত …

রাজবাড়ীতে এক হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
রাজবাড়ীর কালুখালী উপজেলার দুর্গাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে এক হাজার পিস …

দায়িত্বরত চিকিৎসক না থাকায় রুগীর মৃত্যু!
২৫০ শয্যা বিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ডা. কালিপদ …

নিদ্রা সমুদ্র সৈকত ও নিদ্রা চড়: বরগুনার তালতলীর লুকায়িত সৌন্দর্য
বরগুনা জেলার তালতলী উপজেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের এক …
